নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’ প্রচারের পর দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল। প্রতি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতেন দর্শকেরা। সিরিয়ালের শুরুতেই সূচনা সংগীত ‘আলিফ লায়লা, আলিফ লায়লা’ ভেসে আসত, হৃদয়গ্রাহী সেই সুর ও কথা আজও অমলিন। গানের কথা লিখেছেন ও সুর করেছেন বলিউডের নামী সুরকার, গীতিকার ও প্লেব্যাক শিল্পী রবীন্দ্র জৈন।
গতকাল ছিল এ শিল্পীর প্রয়াণ দিবস। এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অনেকেই স্মরণ করেছেন নানাভাবে।
২০১৫ সালের ৯ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রবীন্দ্র; তাঁর মৃত্যুতে শোক জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বছরই তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছিল ভারত সরকার।
সত্তরের দশকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জন্মান্ধ রবীন্দ্র জৈন। ‘চোর মাচায় শোর’, ‘গীত গাতা চল’সহ বেশ কয়েকটি আলোচিত হিন্দি চলচ্চিত্রের গানে সুর তুলেছেন রবীন্দ্র। তাঁর সুরে আশা ভোসলেসহ বলিউডের প্রথম সারির শিল্পীরা গান করেছেন। চলচ্চিত্রের বাইরে ‘আলিফ লায়লা’সহ বেশ কয়েকটি সিরিয়ালেও সুরারোপ করেছেন রবীন্দ্র। তাঁর সুরে ‘আলিফ লায়লা’ গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি।
ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে সুভাষ সাগরের প্রযোজনায় সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। ১৯৯৩ সালে তিন শতাধিক পর্বের সিরিয়ালটি হিন্দি ভাষায় ভারতীয় চ্যানেল দূরদর্শন ন্যাশনালে প্রচারে এসেছিল; এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে সিরিয়ালটি বাংলায় ডাবিং করে ঢাকায় পাঠানো হয়েছিল। বিটিভিতে সেটি প্রচারের পর তুমুল আলোচিত হয়েছিল।