একটি ওটিটি প্ল্যাটফর্মের রিয়েলিটি শো ‘হাউস অ্যারেস্ট’ নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনুষ্ঠানটিতে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করায় অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। প্রবল বিতর্কের মুখে অনুষ্ঠানটি সরিয়ে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। খবর এনডিটিভির।
অভিনেতা এজাজ খান ‘হাউস অ্যারেস্ট’ নামের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। সেই রিয়েলিটি শোর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে প্রতিযোগীদের সঙ্গে যৌনতা নিয়ে কথা বলতে দেখা যায় এজাজকে।
এরপরেই শুরু হয় প্রবল বিতর্ক। অন্তর্জালে অভিনেতার শাস্তি ও অনুষ্ঠানটি বন্ধ করে পদক্ষেপ নিতে অনুরোধ করেন অনেকে। কেউ অভিযোগ করেন, ওটিটি প্ল্যাটফর্মে এ ধরনের শো প্রকাশ্যে অশ্লীলতা ছড়াচ্ছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার সংসদ সদস্য নিশিকান্ত দুবে। নিশিকান্ত জানিয়েছেন, একটি সংসদীয় কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করবে। এক্সে পোস্ট করে তিনি লেখেন, ‘এটা চলতে পারে না। আমাদের কমিটি বিষয়টি তদন্ত করবে।’
বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। এক বিবৃতিতে এনসিডব্লিউ জানিয়েছে, এ ধরনের অশ্লীল বিষয়বস্তু নারীদের মর্যাদা লঙ্ঘন করে এবং অনলাইন বিনোদনের নামে বাজে দৃষ্টান্ত স্থাপন করছে। ৯ মে ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী বিভু আগরওয়াল ও সঞ্চালক এজাজকে তলবও করেছে ভারতের মহিলা কমিশন।
তবে যাঁর মন্তব্য নিয়ে এত বিতর্ক, সেই সঞ্চালক এজাজ খান বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি।