‘বজরঙ্গি ভাইজান’–এর অদেখা ছবি

কবির খান পরিচালিত বলিউড সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’ পার করছে ১০ বছর। সালমান-কারিনা অভিনীত সিনেমাটি ২০১৫ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি সে বছর ভারতে তুমুল আলোচিত হয়। এক দশক পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে ছবির কিছু অদেখা ছবি শেয়ার করেছেন নির্মাতা। সঙ্গে লিখেছেন এ সিনেমা নির্মাণের উদ্দেশ্য, সফলতা ও দর্শকের ভালোবাসা নিয়ে।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে সবাইকে বজরঙ্গি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কবির খান।
ছবি: ইনস্টাগ্রাম
এক দশক নিয়ে কবির লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হয়, “বজরঙ্গি ভাইজান” মুক্তি পেয়ে দশ বছর পেরিয়ে গেল!’
সিনেমাটি ব্যবসায়িক সফলতার সঙ্গে পেয়েছে মানুষের ভালোবাসা। তাই নির্মাতা লিখেছেন, ‘এই এক দশকে সারা পৃথিবী থেকে যে ভালোবাসা ছবিটি পেয়েছে, তাতে আমি অভিভূত।’
সিনেমাটি নির্মাণের উদ্দেশ্য নিয়ে কবির লিখেছেন, ‘ভালোবাসা আর আশার একটা গল্প বলতে চেয়েছিলাম, এমন এক দুনিয়ায়, যেখানে মানুষ অনেক সময় এসব আবেগ ভুলে যায়।’
এখনো সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া পান কবির খান। তাঁর কথায়, ‘আজও অনেক মানুষ আমাকে বলেন, ছবিটি তাদের প্রতিবারই হাসায়, আবার কাঁদায়ও।’
মানুষের এই ভালোবাসা একজন নির্মাতার কাছে প্রশান্তির। কবির খান লিখেছেন, ‘এটাই আমার কাছে আসল প্রাপ্তি, জানতে পারা যে “বজরঙ্গি” শুধু বিনোদন দেয়নি, বরং প্রশান্তিও দিয়েছে।’
সিনেমাটিতে ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হারশালি মালহোত্রা। শুটিংয়ে সবার আদরের হয়ে ওঠেন তিনি।
সালমানের সঙ্গে অভিনয়ের ১০ বছর পর খোলাচিঠিতে ‘মুন্নি’ লিখেছে, ‘সালমান স্যার আমাকে সবচেয়ে বেশি আদর করেছেন। তাঁর কাছেই আমি বেশি উষ্ণ আদর পেয়েছি।’