কেমন ছিল আজকের এফডিসির চিত্র

বেশ কয়েক দিন ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ঘিরে উত্তেজনা বাড়ছিল। ওই পদে জয়ী হন জায়েদ খান। কিন্তু নির্বাচনে বাতিল ভোট ও ভোট কেনাসহ বেশ কিছু অভিযোগ এনে আপিল করেন হেরে যাওয়া প্রার্থী নিপুণ। অবশেষে নির্বাচনের আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান আজ শনিবার সাড়ে ছয়টায় ঘোষণা দেন জায়েদ খানের প্রার্থিতা বাতিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নিপুণ। তার পরে কেমন ছিল এফডিসির চিত্র।
নিপুণের বিজয়ে জড়ো হয়ে দলে দলে মিছিল করছেন তাঁর সতীর্থরা ছবি: মনজুরুল আলম
ছবি: মনজুরুল আলম
বিজয়ী ঘোষণার পরে চলচ্চিত্র পরিচালক সমিতির ভেতরে নিপুণ। সেখান থেকে ক্ষণিকের জন্য বের হয়েছেন চিত্রনায়ক সায়মন সাদিক। তাঁর কাছে ভোটাধিকার থেকে বাদ পড়া এক শিল্পীর আকুতি—আপাকে শুধু ফুল দেব
এভাবে চারটি স্থানে আনন্দ মিছিল চলছিল। একটি মিছিল থেকে নাচতে নাচতে একজন অজ্ঞান হয়ে যান
সংবাদ সম্মেলনে সোহানুর রহমান সোহান, নিপুণ ও অন্যরা
চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে ছিল বিশাল জটলা
নিপুণের বিজয়ে রাতেও এফডিসির রেস্টুরেন্টের পাশে ভিড় বাড়ছিল
অভিনয়শিল্পীর সামনে বসে আছেন কয়েকজন এক্সট্রা চরিত্রের অভিনেত্রী। এমন বিজয়ে খুশি তাঁরা
নির্বাচনী আমেজে খুশিতে ব্যস্ত ছিলেন ক্যানটিনের কর্মচারীরা। রাত নয়টার পরেও খাওয়ার ধুম লেগেছিল। খাবার তৈরি করতে ব্যস্ত কয়েকজন
ভোটাধিকার থেকে বাদ পড়া ১৮৪ জন শিল্পী খুশিতে জড়ো হয়েছেন, তাঁরা মনে করছেন সত্যের বিজয় হয়েছে
এফডিসি থেকে শেষ হাসি হেসে বের হয়ে যাচ্ছেন নিপুণ। এ সময় তাঁকে ঘিরে ধরেন অনেকেই