Thank you for trying Sticky AMP!!

আলমগীর ও রুনা লায়লা

রুনা লায়লা, আলমগীরসহ বাচসাস সম্মাননা পাচ্ছেন ১২ গুণী

দেশের শিল্পসংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ গুণীকে সম্মাননা জানাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় এবারের অনুষ্ঠানে সম্মাননা পাচ্ছেন টেলিভিশন ও মঞ্চে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এবং নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামন নূর; চলচ্চিত্রে অভিনেতা ও পরিচালক-প্রযোজক আলমগীর, নির্মাতা ছটকু আহমেদ এবং চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু; সংগীতে সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, সংগীতশিল্পী রুনা লায়লা এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সাংবাদিকতায় সাংবাদিক-গবেষক রফিকুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শহিদুল হক খান এবং চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক অনুপম হায়াৎ।
গুণীজন সম্মাননা অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বাচসাসের বাৎসরিক ইফতার মাহফিল।