Thank you for trying Sticky AMP!!

যেমন চলছে ঈদের ছবিগুলো

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’

অবাক করার মতোই ছিল এবার ঈদে ছবি মুক্তির সংখ্যাটা—আটটি ছবির মুক্তি পেয়েছে। সংখ্যার ‘বাড়াবাড়ি’তে কেউ হতাশ হলেও অনেকে বলেছিলেন, লড়াইটা জমবে। দর্শকেরা প্রেক্ষাগৃহে ভিড় করবেন। যাঁর ছবি ভালো, সেটাই চলবে। যেটা খারাপ, সেটা চলবে না। এতগুলো ছবি মুক্তির মধ্য দিয়ে বাজার চাঙা হতে পারে, খারাপও হতে পারে। এমন মন্তব্যও করেছিলেন কেউ কেউ।

‘প্রেম প্রীতির বন্ধন’ চলচ্চিত্রে অপু বিশ্বাস ও জয় চৌধুরী

বুকিং এজেন্ট ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ঈদের তৃতীয় সপ্তাহে ২৭টি সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’। ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি ২২টি প্রেক্ষাগৃহে চলছে। অন্য ছবিগুলোর মধ্যে যথাক্রমে ‘কিল হিম’ ১৮টি, ‘লোকাল’ ১৭টি, ‘জ্বীন’ ১৭টি ‘শত্রু’ ৯টি ও ‘আদম’ ৬টি হলে চলছে। পাপ ছবিটি কতগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে, তা প্রযোজনা প্রতিষ্ঠান জানাতে পারেনি।

এদিকে ঈদের তৃতীয় সপ্তাহে এসে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় নতুন একটি প্রেক্ষাগৃহ চালুর খবর পাওয়া গেছে।

‘জ্বীন’ সিনেমার পোস্টার

ম্যাজিক থিয়েটার নামের ৩৫০ আসনের এই প্রেক্ষাগৃহ ‘আদম’ ও ‘লোকাল’ দিয়ে যাত্রা শুরু করেছে। প্রথম দিনে দর্শকের সাড়া ভালো পেয়েছেন বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলী রাজ।

Also Read: ঈদের ছবি মুক্তিতে জট

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির খোঁজখবর রাখে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

বুবলী ও আদর আজাদ অভিনীত ‘লোকাল’ ছবির একটি দৃশ্য

ঈদে মুক্তি পাওয়া এসব ছবির সার্বিক অবস্থা কেমন, জানতে চাইলে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বললেন, ‘একসঙ্গে আটটি ছবি মুক্তি পাওয়াটা এক অর্থে দর্শকদের জন্য ভালোই ছিল। সারা দেশের প্রাপ্ত হিসাব ও সিনেপ্লেক্সে যেভাবে দর্শকের সাড়া দেখেছি, তাতে এখনো শাকিবের ছবিটিই ভালো যাচ্ছে। প্রেক্ষাগৃহের মালিকেরাও সন্তুষ্টির কথা জানিয়েছেন। যে ছবি অনেক হল তিন সপ্তাহ ধরেও চালাচ্ছে, ব্যবসা না হলে তো কনটিনিউ করত না। “জ্বীন”ও ভালো করছে। অনন্ত জলিল ভাইয়ের “কিল হিম”ও ভালো চলছে। তবে সব ছবি তো সুপারহিট হবে না, কিছু হবে। আবার কিছু গড়পড়তা চলবে। তারপরও বলব, এবারের ঈদটা ঢালিউডের জন্য আশাব্যঞ্জক ছিল।’

দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ যশোরের মণিহারে ঈদের দিন থেকে প্রদর্শিত হয়েছে ‘কিল হিম’।

‘শত্রু’ সিনেমার পোস্টার

গতকাল সেই প্রেক্ষাগৃহে শুরু হয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর প্রদর্শনী। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বললেন, ‘দুই সপ্তাহ মোটামুটি চলেছে। যা আশা করেছিলাম, অর্ধেকটা পূরণ হয়েছে।’  

Also Read: অনন্ত জলিলের মুখে ‘হোয়াই, কেন’ শুনে হাসি আটকাতে পারেননি দর্শক

সিঙ্গল স্ক্রিনের হিসাবে বাদ দিলে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এখন তিনটি ছবিই ভালোভাবে চলছে—‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘জ্বীন’ ও ‘কিল হিম’। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে চারটি করে শো নিয়ে এগিয়ে আছে ‘লিডার’। ‘কিল হিম’ ও ‘জ্বীন’-এর শো তিনটি করে।

‘পাপ’ সিনেমার পোস্টার

রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে পাঁচটি করে শো পেয়েছে ‘জ্বীন’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ ও ‘লোকাল’-এর প্রদর্শনী সংখ্যা তিনটি করে। একই প্রেক্ষাগৃহে আদম-এর দুটি শো চলছে। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় তৃতীয় সপ্তাহে তিনটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ ও ‘জ্বীন’—তিনটি ছবিরই প্রতিদিন দুটি করে শো চলছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘ঈদে যে তিনটি ছবি দর্শক চাহিদায় এগিয়ে ছিল, সেই তিনটিই আমাদের এখানে তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে। এবারের ঈদের ছবিগুলোর ব্যবসায়িক সাফল্যে আমরা খুশি। গত দুই সপ্তাহে দেশি ছবির দর্শক ভালোই ছিল। সব বয়সী নারী-পুরুষের ছবি দেখার আগ্রহ ছিল লক্ষণীয়। তৃতীয় সপ্তাহে চাপটা কমে যাওয়ায় আমরা শো কমিয়েছি। কয়েকটি ছবি নামিয়েও ফেলতে হয়েছে।’

প্রেক্ষাগৃহ কমে যাওয়া নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর পরিচালক তপু খান শুক্রবার বিকেলে প্রথম আলোকে বললেন, ‘টানা দুই সপ্তাহ অনেকগুলো হল নিয়ে ব্যবসা করার পরও তৃতীয় সপ্তাহে এসেও যদি আমরা শতাধিক হল নিয়ে রাখি, তাহলে ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো ব্যবসায়িকভাবে হুমকির মুখে পড়ে যায়। যেহেতু এক সপ্তাহ পরই বিদেশি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, অন্য সিনেমার কথা বিবেচনা করে আমাদের সিনেমার রেন্টাল না কমিয়ে হলের সংখ্যা কমিয়েছি।’

মধুমিতা প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকে দুই সপ্তাহ প্রদর্শিত হয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’। গতকাল থেকে ‘জ্বীন’ দেখানো হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার নওশাদ গতকাল সন্ধ্যায় বললেন, ‘শাকিবের ছবিটির দর্শক ভালোই ছিল। আমরা খুশি। শো হাউসফুলও গেছে। আজ আমাদের অফিস থেকেও জানাল, ‘জ্বীন’ মোটামুটি ছবি। আহামরি কিছু নয়।’

‘আদম’–এর একটি দৃশ্য

ঈদে নতুন ছবি মুক্তির পর থেকেই স্বস্তির খবর জানিয়েছে দেশের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। ধারাবাহিকভাবে হাউসফুল না হলেও বেশির ভাগ প্রেক্ষাগৃহ ৫০ ভাগের বেশি দর্শক পেয়েছে।