Thank you for trying Sticky AMP!!

মনোনয়নপত্র বাতিলের পর এখন কী করবেন মাহি, জানালেন নিজেই

মাহিয়া মাহি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অপেক্ষায় ছিলেন মনোনয়নপত্র হাতে পাওয়া নিয়ে। অবশেষ আজ জানতে পেরেছেন তিনি মনোনয়নপত্র পাচ্ছেন না। তাঁর মনোনয়নপত্রটি ত্রুটি দেখিয়ে বাতিল করা হয়েছে। তবে মাহি থেমে থাকবেন না। সে কথাই জানালেন।

Also Read: রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাহিয়া মাহি

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে

Also Read: বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া যাবে না, সবার নাকি নজর লাগে: মাহি

আজ দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলার সময়ে মাহিয়া মাহি জানান, তাঁর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করার খবর পেয়েছেন। কী কারণে বাতিল হয়েছে জানতে চাইলে মাহি বলেন, ‘শুনতে পারলাম, আমাদের সংগৃহীত ভোটারদের সাইন নিয়ে নাকি সমস্যা হয়েছে। এই নিয়ে একটা অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনীয় এলাকার ১ শতাংশ ভোটারে সাইন লাগে। সেই সাইন নাকি জালিয়াতি করে জামা দিয়েছি। কিন্তু আমার কাছে এর সব প্রমাণ রয়েছে যে জালিয়াতি করিনি।’

Also Read: বয়ফ্রেন্ডকে হঠাৎ প্রকাশ্যে আনার কারণ জানালেন মাহি

একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এই সময় মাহি আরও বলেন, ‘এখানে সাইন জালিয়াতির কী আছে! এটা আমরা ঠিকভাবেই সংগ্রহ করেছি। এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছেন। সেখানে ১ ভাগ ভোটারের সাইনের জালিয়াতির বিষয়টি নিয়ে যা বলা হচ্ছে, সেটা সত্য নয়। আমরা কারও সাইন না নিয়ে দিইনি। আমার কাছে প্রতিটি সাইন যে অথেনটিক, তাঁর প্রমাণ আছে।’

Also Read: চেনা জগতে ফিরছেন মাহি

মাহিয়া মাহি। ইনস্টাগ্রাম থেকে

এ বছর দ্বাদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু সেই আসন থেকে মনোনয়ন পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। মনোনয়নপত্র বাতিল হওয়া পরে কী ভাবছেন জানতে চাইলে মাহি বলেন, ‘আমার মনোনয়নপত্রে আর কোনো সমস্যার কথা জানতে পারিনি। আর যেহেতু সাইন অথেনটিকের প্রমাণ আছে, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি পুনরায় আপিল করব। আমি আজকেই আপিল করব, ইনশা আল্লাহ।’

Also Read: স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহিয়া মাহি, জানালেন কারণ