Thank you for trying Sticky AMP!!

‘আদিম’-এর একটি দৃশ্য

এবার নিউইয়র্কে ‘আদিম’

রাশিয়া ও ইতালির পর এবার নিউইয়র্কে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র ‘আদিম’; কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার দুটি প্রদর্শনী হবে। এর মধ্যে শহরের কুইন্স থিয়েটার ও মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানান পরিচালক যুবরাজ শামীম।

১ নভেম্বর থেকে উৎসব শুরু হবে, উৎসবের পর্দা নামবে ৬ নভেম্বর। যুবরাজ শামীম জানান, উৎসব কর্তৃপক্ষ তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। ভিসা প্রক্রিয়াকরণের কাজ চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি উৎসবে উপস্থিত থাকার আশা করছেন।

রেলস্টেশনের নানা গল্প নিয়েই তৈরি হয়েছে পরিচালকের প্রথম ছবি ‘আদিম’।

এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পুরস্কৃত হয়েছে, পরে তালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে।
টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্প ‘আদিম’। ২০১৭ সালের জুলাই থেকে সিনেমা নির্মাণের প্রস্তুতি শুরু করেন পরিচালক। সিনেমার অর্থায়নের জন্য ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেন। কিছু অর্থ জোগাড় হওয়ার পর ২০১৮ সালে শুরু হয় শুটিং। পাত্র-পাত্রীদের কেউ পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা।

শুটিংয়ের সময় নানা বাধাবিপত্তি পাড়ি দিতে হয়েছে পরিচালককে। অর্থাভাবে কখনো বন্ধ থেকেছে শুটিং, কখনো বস্তির মানুষের সঙ্গে তৈরি হয়েছে ভুল-বোঝাবুঝি। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সিনেমার কাজ শেষ করেন যুবরাজ।