সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রীর ফেসবুক থেকে
সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রীর ফেসবুক থেকে

১০টি ছবিতে সুনেরাহর হাওর ও সমুদ্রভ্রমণ

গত দুই ঈদে দুটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সুনেরাহ বিনতে কামাল। এদিকে অভিনেত্রীর ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই চোখে পড়ে ঘুরে বেড়ানোর ছবি। কোথায় ঘুরতে গেলেন তিনি? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সুনেরাহ সম্পর্কে কিছু তথ্য—

গত ঈদুল আজহায় তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে সুনেরাহকে। ছবিতে অল্প সময়ের উপস্থিতি দিয়েও নজর কেড়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কাজের ফুরসতে অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন সুনামগঞ্জের হাওরে। ফেসবুক ও ইনস্টাগ্রামে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এসব ছবিতে তাঁকে কখনো দেখা গেছে নৌকায়, কখনো নীলাদ্রি লেকে। কখনো আবার দেখা গেছে নির্ভার হয়ে প্রকৃতি উপভোগ করতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এর আগে ঈদুল ফিতরে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমায়ও ছোট চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সুনেরাহ। ছবিতে তাঁকে দেখা গেছে বাক্‌প্রতিবন্ধী চরিত্রে। অভিনেত্রীর ফেসবুক থেকে
প্রথম আলোকে সুনেরাহ জানিয়েছেন, অতিথি চরিত্রে অভিনয় তাঁর কাছে ঝুঁকি মনে হয়নি। তিনি বলেন, ‘শুধু পোস্টারে বড় ছবি থাকলেই কিন্তু হয় না। গল্পে তার গুরুত্ব কতটা, দর্শকদের কতটা মুভ করাচ্ছে, এগুলো গুরুত্বপূর্ণ। প্রচারণার সময় পোস্টারে আমার ছবি ছোট ছিল। পরে দর্শকের প্রতিক্রিয়া দেখে মজা করেই প্রযোজককে বলেছিলাম, ট্যালেন্ট দাবায়ে রাখা যায় না।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
সুনেরাহ জানান, মূলধারার বাণিজ্যিক সিনেমা ও উৎসবকেন্দ্রিক সিনেমা—সব জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমার চাওয়া, চরিত্র পছন্দ হলেই হলো। দুই জায়গায় কাজটাই হয় ভিন্নভাবে। সব জায়গায় পেশাদারত্ব থাকে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
এদিকে নতুন করে সমুদ্রে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন সুনেরাহ। অভিনেত্রীর ফেসবুক থেকে
এসব ছবিতে তাঁকে দেখা গেছে সমুদ্রের তীরে বসে বই পড়তে। অভিনেত্রীর ফেসবুক থেকে
সুনেরাহর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত ও অনুসারীরা। অভিনেত্রীর ফেসবুক থেকে
এবারের ঈদে বড় পর্দা ছাড়াও বেশ কয়েকটি নাটকে দেখা গেছে সুনেরাহকে। অভিনেত্রীর ফেসবুক থেকে