নভেম্বর মাসজুড়ে প্রেক্ষাগৃহে চারটি ও ওটিটিতে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। প্রেক্ষাগৃহের চার সিনেমার মধ্যে তিনটিই সরকারি অনুদানে নির্মিত, বাকি ছবিটির বাজেটও খুব বেশি নয়। নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় প্রেক্ষাগৃহে তেমন কোনো বড় আয়োজনের সিনেমা আসছে না।
চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, হরতাল ও অবরোধের মধ্যে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম কম হওয়ার কথা। ফলে বড় আয়োজনের সিনেমা মুক্তি দিয়ে প্রযোজকেরা লোকসান গুনতে চান না।
অনুদানের তিন সিনেমা
অসম্ভব, আজব ছেলে ও শ্যামা কাব্য—সরকারি অনুদানে নির্মিত এই তিন সিনেমা মুক্তি পাচ্ছে নভেম্বরে। অসম্ভব দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক ঘটছে অভিনেত্রী অরুণা বিশ্বাসের। সিনেমাটি আগামীকাল ৩ নভেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ ২০টির মতো হলে মুক্তি পাবে। প্রেম-সংঘাত, মান-অভিমানের গল্পে নির্মিত এই সিনেমায় ঐতিহ্যবাহী যাত্রাশিল্পও তুলে এনেছেন অরুণা বিশ্বাস। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা প্রমুখ।
লেখক মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মানিক মানবিক। ১৭ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এতে নামভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। আরও আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন মানিক মানবিক। সংগীত পরিচালনায় সানী জোবায়ের।
বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য মুক্তি পাবে এই নভেম্বরে। তবে নির্মাতা জানান, মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনে দিনক্ষণ জানানো হবে। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও করেছেন সৌদ। এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি প্রমুখ।
অনুদানের তিন সিনেমার বাইরে মুক্তির তালিকায় থাকা বেসরকারি অর্থায়নে নির্মিত একমাত্র সিনেমা মেঘের কপাট আসছে ৩ নভেম্বর। ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে প্রদর্শিত হবে সিনেমাটি। আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ।
এতে অভিনয় করেছেন রাকিব, সাবরিনা তন্বী, রাজু আহসানসহ আরও অনেকে। সিনেমার পাঁচ গানে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জি। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।
এর বাইরে আরেকটি অনুদানের সিনেমা ছায়াবৃক্ষ নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, ছবিটি আপাতত মুক্তি দিচ্ছেন না। এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, নিরব হোসেন, সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মী প্রমুখ।
ওটিটিতে দুই সিনেমা
বিশ্লেষকেরা বলছেন, প্রেক্ষাগৃহের তুলনায় ওটিটি প্ল্যাটফর্মে হরতাল ও অবরোধের প্রভাব কম থাকবে। প্রেক্ষাগৃহে বড় আয়োজনের সিনেমা না এলেও ওটিটিতে বড় আয়োজনের দুই সিনেমা আসছে।
নভেম্বরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সিনেমা মুক্তির কথা রয়েছে। তবে এখনো মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। গত ৯ অক্টোবর ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সিনেমাটির। মুম্বাই চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে সিনেমাটি। পরিচালনার সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ে পাওয়া যাবে ফারুকীকে। ফারুকীর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন তিশা, থাকছেন অভিনয়েও।
সিনেমার পাশাপাশি চরকিতে প্রদর্শিত হচ্ছে পাঁচ পর্বের সিরিজ প্রচলিত। ইতিমধ্যে দুই পর্ব মুক্তি পেয়েছে; বাকি তিন পর্ব বেওয়ারিশ, হাতবদল ও কলিং বেল মুক্তি পাবে নভেম্বরে।
ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে ১৬ নভেম্বর মুক্তি পাবে পরিচালক শিহাব শাহীনের সিনেমা নীল জলের কাব্য। এতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে নভেম্বরে কোনো সিরিজ কিংবা সিনেমা মুক্তি পাচ্ছে না।