পরীমনি
পরীমনি

ডানা কাটা পরী বলে উড়ে যেতে পারি না, কেন লিখেছেন পরীমনি

কলকাতার প্রেক্ষাগৃহে অভিষেক ঘটছে ঢাকার অভিনেত্রী পরীমনির। আজ মুক্তি পাবে কলকাতায় তাঁর প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’। সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গতকাল এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘আমার কাছে এই প্রথমটা একটু অন্য রকম। এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ নিশ্চয়ই আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো না! খুব মিস করছি আমার “ফেলুবক্সী” টিমের সবাইকে।’

পরীমনি

সিনেমার শিল্পী ও কলাকুশলীদের মেনশন করে পরীমনি লিখেছেন, ‘কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

কলকাতায় যেতে না পারলেও দর্শকদের জন্য ভালোবাসা জানিয়েছেন পরীমনি।  তাঁর ভাষ্যে, ‘কলকাতায় আমি যেতে পারিনি কিন্তু “ফেলুবক্সী”র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা, ভালোবাসা নিয়ো।’

ছবিটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম।