‘এষা মার্ডার’ সিনেমার পোস্টার থেকে। ফেসবুক থেকে
‘এষা মার্ডার’ সিনেমার পোস্টার থেকে। ফেসবুক থেকে

‘এষা মার্ডার’

কিছু না বলেও অনেক কিছু বললেন বাঁধন

অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই আজমেরী হক বাঁধনের। সানি সানোয়ারের ‘এষা মার্ডার: কর্মফল’ সিনেমাটি দিয়ে ফেরার কথা থাকলেও নানা কারণে বিলম্বিত হয়েছে ছবির মুক্তি। অবশেষে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। গতকাল রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় টিজার ‘এষা মার্ডার: সাইকেল অব কর্মা’।

টাইগার মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি। যেখানে জমজমাট হত্যা রহস্যের আভাস পাওয়া গেছে। সারা দুনিয়ায় মার্ডার মিস্ট্রি নিয়ে প্রচুর সিনেমা হলেও ঢাকাই সিনেমায় এ ধরনের কাজ বেশি চোখে পড়ে না। এর মধ্যে গত ঈদুল ফিতরে মুক্তি পায় শরাফ আহমেদ জীবনের ‘চক্কর: ৩০২’ সিনেমাটি। মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটি দর্শকের প্রশংসাও কুড়ায়। এবার আসছে ‘এষা মার্ডার’।

‘এষা মার্ডার’ সিনেমার পোস্টার থেকে। ফেসবুক থেকে

টিজারের শুরুতেই দুই অভিনয়শিল্পীকে দেখা যায় রোমান্টিক মেজাজে। পরের দৃশ্যটি থানার। সেখানে মিশা সওদাগরকে কারও নিখোঁজের ব্যাপারে কথা বলতে দেখা গেছে। সেটা তাঁর বাড়ির গৃহপরিচারিকার। এরপর দেখা যায়, এক তরুণ ছুটে বাড়ি থেকে বেরিয়ে এসে বমি করে। কোনো মৃতদেহ দেখেছে কি সে? সেটা খোলাসা হয়নি। তবে অপরাধ যে কিছু একটা হয়েছে সেটা বোঝা যায়, পরের দৃশ্যগুলোতে পুলিশি তৎপরতায়। টিজারের একেবারে শেষের দিকে দেখা যায় বাঁধনকে।

এ ছবিতে পুলিশের গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি, খুলবেন জটিল এক হত্যা রহস্যের জট। তবে টিজার তাঁর মুখে কোনো সংলাপ রাখা হয়নি। কোনো কথা না বললেও তাঁর অভিব্যক্তিতে বেপরোয়ারা মনোভাব ঠিকই ফুটে উঠেছে।

আজমেরী হক বাঁধন।

গতকাল রাতে প্রকাশিত টিজারের প্রশংসা করেছেন অনেকেই। টিজারের নিচে এক দর্শক যেমন লিখেছেন, ‘মনে হচ্ছে বেশ ভালো একটা থ্রিলার হতে চলেছে।’ আরেক দর্শক লিখেছেন, ‘বাঁধনকে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে।’ অনেকে আবার বলছেন এবারের ঈদের বড় তারকাদের ছবি মুক্তি পাচ্ছে, সব মিলিয়ে ঈদ জমে যাবে।

বাঁধন ছাড়াও এ ছবিতে আছেন পূজা ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে বিঞ্জ এবং লিডস এন্টারটেইনমেন্ট।