Thank you for trying Sticky AMP!!

জীবন বদলে দেওয়ার ২০ বছর

‘সুইট হোম অ্যালাবামা’ র একটি দৃশ্য

১৫ বছর বয়সে হলিউডে অভিষেক। এরপর বেশ কয়েকটি সিনেমা করেছেন। কিন্তু অভিনয়ের প্রায় এক দশক পরে করা ‘সুইট হোম অ্যালাবামা’ দিয়ে রিজ উইদারস্পুনের ক্যারিয়ারের গতিপথ বদলে যায়। ব্যাপকভাবে প্রশংসিত ছবিটির ২০ বছর পূর্ণ হচ্ছে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। ছবিটির ২০ বছর পূর্তি উপলক্ষে আবেগাপ্লুত ৪৬ বছর বয়সী অভিনেত্রী লিখেছেন, ‘২০ বছর আগে  ‘সুইট হোম অ্যালাবামা’ মুক্তি পায় এবং আমার জীবন পুরোপুরি বদলে দেয়। অসাধারণ সব সহকর্মী জশ, প্যাট্রিক, ডাকোটা, মেলানি, জিন, ইথান, ম্যারি কে, ফ্রেড ও অবশ্যই ক্যানডিন্সের সঙ্গে শুটিংয়ের অবিশ্বাস্য স্মৃতিগুলো মনে পড়ছে।’

রিজ উইদারস্পুন

ছবিতে নিজের প্রিয় সংলাপের কথাও জানান রিজ, ‘ছবিতে অনেক প্রিয় দৃশ্য আছে, পছন্দের সংলাপও কম নয়। যার একটি, “আমি কি তোমাকে যখন খুশি চুমু খেতে পারি?” প্রথমবার ছবিটি দেখার অভিজ্ঞতা কি কারও মনে আছে?’

Also Read: বেস্টসেলার বই বড় পর্দায় আনছেন রিজ

‘সুইট হোম অ্যালাবামা’ নামটি নেওয়া হয়েছে ১৯৭৪ সালে মুক্তি পাওয়া লিনার্ড স্কিনার্ড ব্যান্ডের গান থেকে। মুক্তির পর উইকএন্ডেই বক্স অফিস থেকে ছবিটি ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে। তিন কোটি ডলার বাজেটের ছবিটি শেষ পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র থেকেই ১৩ কোটি ডলার আয় করে, অন্যান্য দেশ থেকে আসে পাঁচ কোটি ডলারের বেশি।

রিজ উইদারস্পুন

ছবিতে তাঁর অভিনয় এতটা গ্রহণযোগ্যতা পাওয়ার কারণ হিসেবে আগে দেওয়া সাক্ষাৎকারে রিজ উইদারস্পুন বলেছিলেন, ‘ছবিতে আমার চরিত্রটি তরুণেরা পছন্দ করেছিলেন। কারণ, পর্দায় চরিত্রটির সেসব জিনিসই করেছে, যা তরুণেরা পছন্দ করে। ছবিটি করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে, শুটিং থেকে শুরু করে পুরো ব্যাপারটিই ছিল খুব উপভোগ্য।’

রিজ উইদারস্পুন

‘সুইট হোম অ্যালাবামা’র পর অনেক আলোচিত ছবিই করেছেন রিজ উইদারস্পুন। এর মধ্যে অন্যতম ‘ওয়াক দ্য লাইন’। ছবিটির জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান রিজ। সিনেমার বাইরে টিভি সিরিজেও প্রশংসিত হয়েছেন তিনি। তাঁকে দেখা গেছে বহুল প্রশংসিত ও পুরস্কৃত দুই সিরিজ ‘বিগ লিটল লাইজ’ ও ‘লিটল ফায়ার এভরিহোয়ার’–এ। এ ছাড়া অ্যাপল টিভি প্লাসে দ্য মর্নিং শোও পছন্দ করেছেন দর্শক–সমালোচকেরা।