ঘোষণা করা হলো ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে এ মনোনয়ন ঘোষণা করা হয়। যেখানে আটটি মনোনয়ন পেয়েছে ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। এ ছাড়া মনোনয়ন পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। আছে চলতি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নাম। টিভি সিরিজের মধ্যে পাঁচটি মনোনয়ন পেয়েছে ‘অ্যাবট এলিমেন্টারি’। এবারের গোল্ডেন গ্লোবে বড় চমক এস এস রাজামৌলির ‘আরআরআর’। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বেস্ট মোশন পিকচার-ফরেন ল্যাঙ্গুয়েজ ও বেস্ট অরিজিনাল সং—দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ২০২২ সালে ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি। গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২০২৩ সালের ১০ জানুয়ারি।
একনজরে ৮০তম গোল্ডেন গ্লোব মনোনয়ন
ফিল্ম
বেস্ট মোশন পিকচার—মিউজিক্যাল ও কমেডি
ব্যাবিলন
দ্য বানশিজ অব ইনিশেরিন
এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স
গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি
ট্রায়াঙ্গেল অব স্যাডনেস
বেস্ট মোশন পিকচার—ড্রামা
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
এলভিস
দ্য ফেবলম্যানস
টার
টপ গান: ম্যাভেরিক
বেস্ট মোশন পিকচার—ফরেন ল্যাঙ্গুয়েজ
আর্জেন্টিনা, ১৯৮৫
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
ক্লোজ
ডিসিশন টু লিভ
আরআরআর
বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার—মিউজিক্যাল ও কমেডি
ডিয়েগা কালভা
ড্যানিয়েল ক্রেগ
অ্যাডাম ড্রাইভার
কলিন ফারেল
রেফ ফাইঞ্জ
বেস্ট অ্যাক্টর ইন মোশন পিকচার—ড্রামা
অস্টিন বাটলার
ব্রেন্ডন ফ্রেজার
হিউ জ্যাকম্যান
বিল নাই
জেরেমি পোপ
বেস্ট অ্যাক্ট্রেস ইন মোশন পিকচার—ড্রামা
আনা ডে আরমাস
কেট ব্লাঞ্চেট
ওলিভিয়া কোলম্যান
ভায়েলা ডেভিস
মিচেল উইলিয়ামস
বেস্ট অ্যাক্ট্রেস ইন মোশন পিকচার—মিউজিক্যাল অর কমেডি
লেসলি ম্যানভিল
মার্গট রবি
আনা টেইলর জয়
এমা থম্পসন
মিচেল ইয়ো
বেস্ট ডিরেক্টর—মোশন পিকচার
জেমস ক্যামেরন
ড্যানিয়েল কোয়ান অ্যান্ড ড্যানিয়েল শাইনার
ব্যাজ লুরম্যান
মার্টিন ম্যাকডোনা
স্টিভেন স্পিলবার্গ
বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার
ব্রেনডন গ্লিসন
ব্যারি কিওন
ব্র্যাড পিট
কি হি কুয়ান
এডি রেডমাইন
বেস্ট অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার
অ্যাঞ্জেলা বাসেট
কেরি কনডন
জেমি লি কার্টিস
ডলি ডি লিও
ক্যারি মুলিগান
টেলিভিশন
বেস্ট টেলিভিশন সিরিজ—ড্রামা
বেটার কল সল
দ্য ক্রাউন
হাউস অব দ্য ড্রাগন
ওরজাক
সেভারেন্স
বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যানথোলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন
ব্ল্যাক বার্ড
ডামার—মনস্টার: দ্য জেফরি ডামার স্টোরি
দ্য ড্রপআউট
প্যাম অ্যান্ড টমি
দ্য হোয়াইট লোটাস
বেস্ট টেলিভিশন সিরিজ—মিউজিক্যাল অর কমেডি
অ্যাবট এলিমেন্টারি
দ্য বিয়ার
হ্যাকস
অনলি মার্ডারাস ইন দ্য বিল্ডিং
ওয়েনসডে