আলোচনায় দুই সিনেমা তিন সিরিজ, দেখুন ছবিতে

পছন্দের সিনেমা–সিরিজ নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকের পছন্দের সিনেমার তালিকা। সেই তালিকায় রয়েছে শীর্ষ দুই সিনেমা ও তিন সিরিজ। দেখে নিতে পারেন।
মুক্তির পর থেকেই আলোচনায় ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজ। হরর, ড্রার্ক ফ্যান্টাসি ঘরানার এই সাইকোলজিক্যাল থ্রিলারের রেটিং ৮.৬। আইএমডিবির তালিকায় এটি আলোচনার শীর্ষে আছে। সব মিলিয়ে সিরিজটিকে ভোট দিয়েছেন ১৬ লাখ দর্শক।
ছবি: আইএমডিবি
জেমস ক্যামেরুনের সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বজুড়ে মুক্তি পায় ডিসেম্বরের ১৯ তারিখে। সিনেমাটি এখনো দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সিনেমাটির রেটিং ৭.৪। ভোট দিয়েছেন ৬৩ হাজার ভক্ত।
ডার্ক কমেডি ও সাইকোলজিক্যাল ড্রামা জনরার সিরিজ ‘প্লুরিবাস’। মানবতাকে তার কৃত্রিম সুখের মোহ থেকে রক্ষা করার গল্প নিয়েই শুরু হয় এই সিরিজের গল্প। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.১। এটি দর্শকের পছন্দের তালিকার ৩ নম্বরে রয়েছে।
আলোচনার ৪ নম্বরে রয়েছে ‘ওয়েকআপ ডেড ম্যান’ সিনেমা। একটি ছোট শহরের গির্জায় হঠাৎ করেই ঘটে এক ভয়ানক অপরাধ। সেই ঘটনার তদন্তে নামে গোয়েন্দা বেনোয়া ব্লঁ। বেরিয়ে আসে রহস্যময় এক অজানা অধ্যায়। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৪। ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার দর্শক।
কানাডিয়ান স্পোর্টস রোমান্স টিভি সিরিজ ‘হিটেড রাইভালরি’ গত মাসের শেষের দিকে মুক্তি পায়। সিরিজটির আইএমডিবি রেটিং ৯.২, ভোট দিয়েছেন ৪৫ হাজার দর্শক। এটি আলোচনার শীর্ষ ৫ নম্বরে রয়েছে।