ভিডিও ভাইরাল হয় না...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময় সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, সাদিয়া আয়মান, শশীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
নাটকের চেয়ে ওটিটির কাজ নিয়েই বেশি ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে সরব থাকা এই অভিনেতা লিখেছেন, ‘জীবন নিয়ে অহংকার কোরো না—সময় কাউকেই ছাড়ে না।’
ছবি: ফেসবুক থেকে
ফেসবুক প্রায় সময়ই মজার সব ভিডিও ও ছবি পোস্ট করেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি নিলয় আলমগীরদের সঙ্গে মজার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ভিডিও ভাইরাল হয় না।’
প্রায়ই শাড়িতে ছবি পোস্ট করেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঝলমলে গ্ল্যামারে প্রজাপতির মতো লাগছে।’
‘হাজার বছর ধরে’ খ্যাত অভিনেত্রী শারমীন জোহা শশী লিখেছেন, ‘আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দেন নাই! কিন্তু আমার অনেকের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে।’ এক দিন আগে ছিল তাঁর প্রথম বিবাহবার্ষিকী।
জাপানে ঘুরতে গিয়ে ছবিটি পোস্ট করেন অভিনেত্রী লারা লোটাস। তিনি লিখেছেন, ‘আকাশটার দিকে তাকিয়ে দেখুন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে।’