চলছে হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, স্পিরিচুয়াল, ওমেন ফিল্মমেকারস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিদিন ৫টি ভেন্যুতে দেখানো হবে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য ও ১২৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র। এর মধ্যে ৮১টি বাংলাদেশের চলচ্চিত্র। আজ উৎসবের সপ্তম দিন। আজ ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর
বেলা তিনটায় ‘উইথ দ্য উইন্ড’, ইরান। বিকেল পাঁচটায় ‘নাকোডো-ম্যাচমেকারস’, জাপান। সন্ধ্যা সাতটায় ‘সাঁতাও’, বাংলাদেশ।
সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর
বেলা তিনটায় ‘ঘাটে ফৌরি’, ইরান। বিকেল পাঁচটায় ‘অপরাজিত’, ভারত। সন্ধ্যা সাতটায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আওয়াজ হাঘরেতেই’, ‘গ্রহ গ্রস্ত’, ‘বনসাই’, ‘তুলিকা’, ‘অ্যাংগার’ এবং ‘ইয়োর আইস’।
জাতীয় চিত্রশালা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মিনিটে ‘অভিযান’, ভারত। বেলা একটায় ‘ডিয়ার ফ্রেন্ড’, ভারত। বেলা তিনটায় ‘একটি খুনের বিবরণ’, বাংলাদেশ। বিকেল পাঁচটায় ‘ওরা ৭ জন’, বাংলাদেশ।
শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্য অডিটরিয়াম
সকাল ১০টা ৩০ মিনিটে ‘ম্যাজেল এ তাজেম্সতভি লেসা’, জার্মানি; ‘লা–এয়ার দে রেইন’, ফ্রান্স। বেলা একটায় ‘মাগোয়াডো’, স্পেন, ব্রাজিল। বেলা তিনটায় ‘হেয়ারআফটার বাইগন’, শ্রীলঙ্কা। বিকেল পাঁচটায় ‘যায় যায় দিন’, বাংলাদেশ; ‘কুয়োর ব্যাঙ’, বাংলাদেশ; ‘কত দিন স্কুল এ যাই না, বাংলাদেশ; ‘বাট হোয়াই?’, বাংলাদেশ; ‘জার্নি টু জিরো’, বাংলাদেশ; ‘না পাক’, বাংলাদেশ সন্ধ্যা সাতটায় ‘গোয়িং হোম’, সাউথ কোরিয়া; ‘পার্ম’, সাউথ কোরিয়া; ‘ডোন্ট গেট টু কমফোর্টেবল’ (কাতার, ইউএসএ, নেদারল্যান্ডস, ইয়েমেন, ইউএই); ‘কিটপ্রেস ৩৫এ’, রোমানিয়া।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
সকাল ৯টা ৩০ মিনিটে ‘জিন্দেগি ওয়া জেন্দেগি’, ইরান। বেলা ১১টায় ‘দ্য নিউজপেপার’, শ্রীলঙ্কা। বেলা দুইটায় ‘অপরাজিত’, ভারত। বিকেল চারটায় ‘আই এম নট দ্য রিভার ঝিলুম’, ফ্রান্স।