চার দশকের ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন—অভিনয় মানেই মানবমনের নিখুঁত অন্বেষণ। নানা চরিত্রে সেই চিত্র ফুটে তুলেছেন। হলিউডের সেই জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে একজন জুলিয়ান মুর। আজ ৩ ডিসেম্বর এই অভিনয়শিল্পীর জন্মদিন। ছবিতে দেখে নিতে পারেন এই অভিনেত্রীর জানা–অজানা কথা।
