১৮ মিনিটের গল্প নিয়ে ১ ঘণ্টা ৫২ মিনিটের সিনেমাটি এখনো পছন্দের শীর্ষে

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। সেই তালিকার শীর্ষ সিনেমা-সিরিজগুলো দেখে নিতে পারেন।
গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পরে আলোচনায় আসে সিনেমাটি। পরে নেটফ্লিক্সে মুক্তি পায়। ৬.৪ রেটিং নিয়ে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে ‘আ হাউস অব ডিনামাইট’ সিনেমা। প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক দিয়ে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্তরাষ্ট্রের দিকে ছুটে আসছে। ১৮ মিনিট সময়ের এমন গল্প নিয়েই ১ ঘণ্টা ৫২ মিনিটের সিনেমাটি এখনো শীর্ষে।
ছবি: আইএমডিবি
ডার্ক কমেডি ও সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘ওয়েপনস’ আগস্টের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায়। সেই হিসেবে দুই মাস পেরিয়ে গেছে। এখনো সিনেমাটি দর্শকদের পছন্দের তালিকায় দুই নম্বরে রয়েছে। এর রেটিং ৭.৫। একসঙ্গে হারিয়ে যাওয়া শিশুদের এই গল্প এখনো আলোচনায় রয়েছে।
এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় এই সিনেমা। ডার্ক কমেডি, থ্রিলার, ক্রাইম জনরার সিনেমাটি গত মাসের শেষে মুক্তি পায়। এমা স্টোন অভিনীত সিনেমাটির রেটিং ৭.৭। ‘বুগোনিয়া’ নামের সিনেমাটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষ তিনে রয়েছে।
হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমাটি এক মাসের বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। ধরে রেখেছে আইএমডিবির তালিকায় শীর্ষ অবস্থান। ৮.২ রেটিং নিয়ে আইএমডিবিতে ভক্তদের পছন্দের তালিকায় চার নম্বরে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি।
এক দুর্নীতিগ্রস্ত ব্রিটিশ জুয়াড়ি হংকংয়ে পালিয়ে যায়। সেখানে ক্যাসিনো–জগতে নিজের ভাগ্য পরীক্ষা করে, কিন্তু এক রহস্যময় এক নারীর সঙ্গে দেখা। এরপর অপ্রত্যাশিতভাবে জীবন বদলে যায় জুয়াড়ির। সেই গল্প নিয়েই ‘ব্যালাড অব আ স্মল প্লেয়ার’ সিনেমাটি। সিনেমাটির রেটিং ৫.৮। এটি পছন্দের তালিকায় শীর্ষ ৫–এ রয়েছে।