Thank you for trying Sticky AMP!!

‘মেঘনা কন্যা’ নিয়ে আসছেন ফুয়াদ চৌধুরী

‘মেঘনা কন্যা’র শুটিংয়ের দশ্য

প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তথ্যচিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী। গত ১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শুরু হয় ‘মেঘনা কন্যা’ নামের এই সিনেমার শুটিং।

Also Read: উলানিয়া দ্বীপে শুটিংয়ে করতে গিয়ে অসুস্থ নায়িকা

ইতিমধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং শেষ। সিনেমায় দুই নারীর প্রতিবাদের গল্প বলবেন পরিচালক।

ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন ফুয়াদ চৌধুরী। চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, ‘তথ্যচিত্রের কাজ করতে গিয়ে এমন অনেক গল্পের মুখোমুখি হয়েছি, যেগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া বলা সম্ভব নয়। “মেঘনা কন্যা” তেমনই একটা গল্প। নারী পাচারের মতো একটি কঠিন বিষয়কে একদিকে যেমন দর্শকের সামনে উপস্থাপন করছি, একই সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা এ গল্পে রয়েছে দর্শকদের জন্য পর্যাপ্ত বিনোদন।’

ফুয়াদ চৌধুরী এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু তথ্যচিত্র। যেগুলো দেশে ও বিদেশে হয়েছে প্রশংসিত, পেয়েছে পুরস্কার।

কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদের প্রযোজনায় ‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান।

‘মেঘনা কন্যা’র শুটিংয়ের দশ্য

এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সাজ্জাদ হোসেইন, কাজী নওশাবা প্রমুখ। সিনেমার সংগীতায়োজনে রয়েছেন চিরকুটের সুমী।