সতীর্থদের প্রশংসায় ভাসলেন ইন্তেখাব দিনার

একজন ইন্তেখাব দিনার হতে অনেক যোগ্যতা লাগে
 ছবি: প্রথম আলো

ওয়েব সিরিজ ঊনলৌকিক–এর শেষ পর্ব দ্বিখণ্ডিততে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। পুরো গল্পে একাই দর্শক মাতিয়েছেন এই অভিনেতা। সংলাপনির্ভর ইন্তেখাব দিনারের অভিনয় ইতিমধ্যে দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। অভিনেতা শাহেদ আলী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজন ইন্তেখাব দিনার হতে অনেক যোগ্যতা লাগে।’ তার পরেই যেন প্রশংসার বন্যায় ভাসলেন দিনার।

শাহেদ আলীর ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন অভিনয়শিল্পীরা

শাহেদ আলীর ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন অভিনয়শিল্পী তমালিকা কর্মকার, মুকিত জাকারিয়া, হিল্লোল, শামীম শাহেদ, অপর্ণা ঘোষ, এফ এস নাঈম, নাদিয়া, শাহরিয়ার নাজিম জয়, শার্লিন ফারজানা, রোবেনা রেজা, কাজী নওশাবা, সালহা খানম নাদিয়াসহ ৩০ জনের মতো অভিনয়শিল্পী। এ ছাড়া অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ মন্তব্য করেছেন, ‘ও তো ফুলেফেঁপে উড়ে চলে গেল বলে...হা হা হা অনেক ধন্যবাদ। এ কথা বলার সাহস কজন রাখে?’ অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘আমার দিনু বলে কথা। আপনিও (শাহেদ আলী) কম যাচ্ছেন না।’

‘দ্বিখন্ডিত’ গল্পটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার

এ ছাড়া সেই স্ট্যাটাসের মন্তব্যে অভিনয়শিল্পী দীপান্বিতা মার্টিন লিখেছেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসা দুজনের প্রতি। আমি খুব সুন্দর কিছু শিখলাম। অনুসরণ করার মতো।’ অন্যদিকে আরেক অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘সে আর বলতে হয়।’

দ্বিখণ্ডিত গল্পের চরিত্রটি নিয়ে আগে থেকেই দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছিল ইন্তেখাব দিনারকে। শুটিংয়ের সময়ও তিনি নিজেকে সারাক্ষণ চরিত্রের মধ্যে রেখেছেন। চেষ্টা, কাজে সততা এবং ব্যাটে–বলে মিলেই যেন এই সফলতা। তার এই কাজ নিয়ে প্রশংসার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দিনার বলেন, ‘আগে আমি কোনো কাজের জন্য এমন প্রশংসা পাইনি। এটা আমার অসম্ভব ভালো লাগছে। দর্শকদের ভালো লাগার জন্যই কাজ করি। কাজের জন্য কেউ প্রশংসা করলে কাজের জায়গায় দায়বদ্ধতা বেড়ে যায়।’

কেউ প্রশংসা করলে কাজের জায়গায় দায়বদ্ধতা বেড়ে যায়