আবদুল আলীমকে নিয়ে আয়োজন

আবদুল আলীম
আবদুল আলীম

মরমি কণ্ঠশিল্পী আবদুল আলীমের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। শিল্পীর স্মরণে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে ঢাকার বনানীতে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আবদুল আলীম ফাউন্ডেশন।
সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে থাকবে আবদুল আলীমের গান। গাইবেন শিল্পীর তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম। একই দিনে বাংলাদেশ টেলিভিশনে থাকবে গান ও আলোচনা। সেই অনুষ্ঠানে ওই তিন ভাইবোন ছাড়াও অংশ নেবেন তাঁদের আরও দুই সহোদর আখতার জাহান আলীম ও আসিয়া আলীম।