Thank you for trying Sticky AMP!!

মায়েদের সঙ্গে চিরকুটের আড্ডা

মায়েদের সঙ্গে চিরকুটের সদস্যরা

‘ইমন আমার সঙ্গে রাগ করে, আবার এসে পা জড়িয়ে ধরে থাকে।’ বললেন ইমনের মা। আর নিরবের মা বললেন, ‘নিরব তো নিরবই। ওর নামও নিরব, ও কাজেও নিরব।’ সুমি বললেন, ‘আজকে আমাদের মায়েদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’ দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সদস্যদের মায়েদের সঙ্গে আড্ডার আয়োজন করা হয়। আর সেই আড্ডার ভিডিও আজ রোববার আবারও দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিরকুটের পেজে। এই ভিডিওর শিরোনাম ‘মাকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম আড্ডায় সবাইকে স্বাগতম!’

চিরকুটের অন্যতম সদস্য সুমি বলেন, ‘আমাদের ব্যান্ড মেম্বারদের প্রিয় মায়েদের নিয়ে নির্মল আড্ডার আয়োজন করেছিলাম গত বছর। আমরা তো সব সময় কনসার্টে গাই। এখানে গাই, ওখানে গাই, নানা কাজে ব্যস্ত থাকি। চাইলেও মায়েদের সময় দেওয়া হয় না। খুব খারাপ লাগে। তাই এই আড্ডার উদ্দেশ্য ছিল, এবার আমরা আমাদের মায়েদের গান শোনাব, তাঁদের কথা শুনব।’

মায়েদের সঙ্গে চিরকুটের সদস্যরা

সুমি আরও বলেন, ‘আমাদের এই ছোট্ট উদ্যোগে তাঁরা যে কী ছোট মানুষের মতো খুশি হয়েছেন! তাঁদের এই খুশি দেখে আমাদের হৃদয় জুড়িয়েছে, শান্তি দিয়েছে। অনেক শান্তি। জানি, তাঁরা আমাদের জন্য জীবনভর যা করছেন, তার তুলনায় এটা কিছুই না। তবু চেষ্টা করেছি ছোট্ট একটা ট্রিবিউট দিতে।’

এই ভিডিওতে সুমি একটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘আমি বোকা’। সুমি বললেন, ‘আমরা আমাদের মাকে নিয়ে করা গানটি তাঁদের সামনে গেয়েছি। তাঁরা কাঁদলেন। আমাদের আদর করলেন, দোয়া করলেন। আমাদের নিয়ে তাঁদের স্মৃতিচারণা করলেন। আবেগে ভাসলেন। চুপ করে রইলেন। হাসলেন। চিরকুটে আমরা যেমন সবাই বন্ধু, আমাদের মায়েরাও কিন্তু দারুণ বন্ধু সবার। আমরা এভাবেই থাকতে চাই শেষ দিন পর্যন্ত, মিলেমিশে আমাদের মায়েদের ভালোবাসার ছায়াতলে, তাঁদের দোয়ায়, স্নেহে।’

মা দিবস উপলক্ষে সুমি বলেন, ‘গর্ব করে বলতে চাই, মা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সবচেয়ে বড় আশ্রয়, প্রশ্রয় আর শান্তির জায়গা। আমাদের সব অর্জন, প্রাপ্তি আর ভালোবাসা তাঁদের জন্যই! আমরা, চিরকুটের সবাই আমাদের মাকে ভালোবাসি, মায়ের পাশে থাকি। যে মা এত কষ্ট করে আমাদের পৃথিবীর মুখ দেখালেন, বাঁচতে শেখালেন; তাঁর পাশে থাকব না তো কার পাশে থাকব?’