ছবিগুলোয় দেখা যায়, তিনি লাল হেডসেট পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন
বিজ্ঞাপন
কেউ কেউ লিখেছেন, ‘মেকআপবিহীন মুখ আর হালকা এলোমেলো চুলে তাঁকে কিশোরীর মতো লাগছে।’কেউ কেউ লিখেছেন, ‘মনে হচ্ছে, জেনির বয়স ১৬ বছর।’দুই দিনের ব্যবধানে এসব ছবিতে ৪৮ লাখ লাইক পড়েছে, আর ৩০ হাজারের মতো মন্তব্য জমা পড়েছে১৫ ও ১৬ সেপ্টেম্বর (স্থানীয় সময়) লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে একক কনসার্টে গাইবেন জেনি