সুগা
সুগা

অটিজমে আক্রান্ত শিশুদের জন্য ৫০০ কোটি ওন দিলেন সুগা

অটিজমে আক্রান্ত শিশুদের জন্য ৫০০ কোটি ওন (কোরীয় মুদ্রা) দান করলেন বিটিএস তারকা সুগা (আসল নাম মিন ইউন গি)। এই অর্থে সিউলের সেভেরান্স হাসপাতালে সুগার নামে—মিন ইউন-গি ট্রিটমেন্ট সেন্টার—একটি চিকিৎসাকেন্দ্র তৈরি করা হবে।

হাসপাতালটি জানায়, কেন্দ্রটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে চালু হবে। এখানে অটিজমে আক্রান্ত শিশু ও কিশোরদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সুগা এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন।

গত শনিবার সামরিক প্রশিক্ষণ শেষে ফিরছেন সুগা। সেনাবাহিনীতে যোগদানের পরই স্বাস্থ্যের সমস্যায় সুগাকে সামরিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁকে সামাজিক সেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক। আগামী বছরের মার্চে গানে ফিরছে বিটিএস।

হাইবের এক কর্মকর্তা বলেছেন, বিটিএস মার্চে ফিরবে। এ ছাড়া বিদেশি আরও দুটি সূত্রও বলেছে, নতুন বছরে বিটিএস পুরো দল নিয়ে কাজ শুরু করবে। একটি সূত্র জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে ফিরতে পারে ব্যান্ডটি।

বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগ হিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি।