সুগা
সুগা

এবার ফিরছেন সুগা

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে বাসায় ফিরছেন বিটিএস তারকা সুগা। আগামী শুক্রবার তাঁর ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে বিগহিট মিউজিক।

বিগহিট মিউজিক জানিয়েছে, সুগার ফেরা নিয়ে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। সুগা বর্তমানে সিউলের একটি স্থানে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে জায়গার নাম এখনো প্রকাশ করা হয়নি।

ভিড়ের শঙ্কায় ভক্তদের সেখানে না যাওয়ার অনুরোধ করেছে বিগহিট মিউজিক। বিবৃতিতে বলা হয়, ‘আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন দূর থেকে পাঠানোর অনুরোধ করছি।’

সেনাবাহিনীতে যোগদানের পরই স্বাস্থ্যের সমস্যায় সুগাকে সামরিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁকে সামাজিক সেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে বিটিএসের অন্য ছয় সদস্য প্রশিক্ষণ শেষ করেছেন।