Thank you for trying Sticky AMP!!

নতুন অ্যালবামের নাম জানাল চিরকুট

চিরকুট ব্যান্ডের সদস্য শারমীন সুলতানা সুমী

গানে গানে দুই দশক পার করেছে চিরকুট। পথচলার দুই দশক উদ্‌যাপন করতে গত ২৩ ফেব্রুয়ারি টিএসসিতে বিশেষ কনসার্টের আয়োজন করেছিল তারা। দুই দশক পার করার পর এবার নতুন অ্যালবামের ঘোষণা দিল ব্যান্ডটি।

প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশিত হওয়ার পর নাটক আর সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। নাটকে প্রথম গান ‘জাদুর শহর’ আর সিনেমায় ‘কানামাছি’। নাটক ও সিনেমায় সাফল্য পাওয়ার পর গান করার অনেক প্রস্তাব পায় চিরকুট। কিন্তু তারা তা লুফে নেয়নি। বাংলাদেশের একমাত্র ব্যান্ড হিসেবে নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনেও গান শুনিয়ে এসেছে তারা।

দুই দশকের পথচলায় দেশের গান, নদী নিয়ে গানসহ গানে গানে নানা ধরনের বৈচিত্র্য শ্রোতাদের উপহার দিয়েছে ব্যান্ড দলটি।

Also Read: দুই দশক পূর্তি উপলক্ষে চিরকুটের 'বিশেষ কনসার্ট'

এবার চিরকুট দিল তাদের নতুন অ্যালবামের খবর। গতকাল ব্যান্ড দলটির অফিশিয়াল ফেসবুকে তারা জানায়, চিরকুটের নতুন অ্যালবামের নাম ‘পেন্ডুলাম’। নতুন অ্যালবামের ঘোষণা দেওয়ার পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া দেখান ভক্তরা।

অনেক ভক্ত চান, তাঁরা কবে শুনতে পাবেন নতুন অ্যালবামটি? উত্তর দিতেও দেরি করেনি চিরকুট। তারা জানায়, চলতি বছরের শেষের দিকেই বাজারে আসবে ‘পেন্ডুলাম’।

দুই দশক পার করার পর চিরকুট নিয়ে স্বপ্ন ও আশার কথা বলতে গিয়ে আগে দেওয়া সাক্ষাৎকারে অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী প্রথম আলোকে বলেছিলেন, ‘এমন গান বানাতে চাই, যেগুলো শুধু আমাদের নয়, মানুষের গান হবে। মানুষ যাতে মনে করে, চিরকুট আমাদের কথাই বলছে। মানুষের ভালোবাসা দেখে তো মনে হয় স্বপ্নের কিছু হলেও তো অ্যাচিভ করতে পেরেছি। চিরকুট নিয়ে আমার আসলে ক্ষুধা অনেক। যত দিন বেঁচে থাকি, তত দিন ব্যান্ড নিয়ে এগোতে চাই।’