মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই চলতি বছরের শীর্ষ সংগীত তারকাদের তালিকা প্রকাশ করেছে। এখানে উঠেছে এসেছে ২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা হয়েছে কোন শিল্পীদের গান। তবে এবারের তালিকায় আছে চমক, শীর্ষে আছেন পুয়ের্তো রিকান এক গায়ক।
স্পটিফাই জানিয়েছে, ২০২৫ সালে পুয়ের্তো রিকান তারকা ব্যাড বানির গান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা হয়েছে। তাঁর গান স্ট্রিম হয়েছে ১৯.৮ বিলিয়নের বেশি!
বানি এবার আলোচিত ছিলেন তাঁর ‘দেব টিরার মাস ফোতোসের’ জন্য। এই অ্যালবামে বানি তাঁর দেশের সংগীত ঐতিহ্যকে উপস্থাপন করেছে। এটি চলতি বছরের সবচেয়ে বড় অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। এই সাফল্য তাঁকে আগামী বছরের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার পথ তৈরি করেছে।
তালিকার দুই নম্বরে আছে চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের আলোচিত মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্সের’ গান। সেরা পাঁচের অন্য তিন শিল্পী হলেন বিলি আইলিশ, সিজা ও সাবরিনা কার্পেন্টার।
কে এই ব্যাড বানি
ব্যাড বানির আসল নাম বেনিটো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও। ১৯৯৪ সালের ১০ মার্চ ভেগা বজায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ট্রাকচালক, মা ইংরেজি শিক্ষক। ২০১৬ সালে তাঁর গান ‘ডিলেস’ জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে ‘আই লাইক ইট’ হিট হয়ে বিলবোর্ড হট ১০০-এ শীর্ষে ওঠে।
ব্যাড বানির প্রথম অ্যালবাম ২০১৮ সালে প্রকাশের পর লাতিন গ্র্যামি জেতে। তাঁর সংগীতে সামাজিক বার্তা থাকে। তিনি সহিংসতা, প্রাকৃতিক বিপর্যয় ও লিঙ্গবৈষম্য নিয়ে গান লিখেছেন। এ ছাড়া নানা দাতব্য কার্যক্রমে যুক্ত তিনি। গান ছাড়াও ‘বুলেট ট্রেন’, ‘নার্কোস: মেক্সিকো’, ‘হ্যাপি গিলমোর’ ইত্যাদি প্রকল্পে অভিনয় করেছেন।
বিবিসি অবলম্বনে