আমার এমন একজন মানুষ প্রয়োজন ছিল: ঐশী

গায়িকা ফাতিমা তুয জাহরা ঐশী। ছবি: ফেসবুক
গায়িকা ফাতিমা তুয জাহরা ঐশী। ছবি: ফেসবুক
‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’–এর পর ‘দুই কুলে সুলতান’ দিয়ে আবার মাতিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। গান, বিয়ে, আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিনোদনের মুখোমুখি হলেন এই শিল্পী।
প্রশ্ন

শুনলাম বাগদান সারলেন। অভিনন্দন। বিয়ে কবে?

ধন্যবাদ। আগেই সুখবর দিতে চেয়েছিলাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর অনেক কিছুই বদলে গেছে। পারিবারিক কিছু কারণে হয়নি। আর বিয়ে তো একদিন করতেই হবে। অবশেষে পারিবারিকভাবে বাগদান সারলাম। ঈদের পরে হয়তো বিয়ের আয়োজন হবে।

প্রশ্ন

পাত্র কী করেন?

আমার হবু বরের নাম আরিফিন জিলানী সাকিব। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। দুই বছর আগে একটা গেট টুগেদারে গিয়েছিলাম। সেখানেই কথা, পরিচয়। কথা বলতে বলতেই সম্পর্কটা গভীর হয়েছে। বন্ধুত্ব থেকেই আমাদের বোঝাপড়া, ভালো লাগা, প্রেমের শুরু।

ফাতিমা তুয জাহরা ঐশী। ছবি: ফেসবুক
প্রশ্ন

কোন কারণে মনে হয়েছে তিনি আপনার জীবনসঙ্গী হতে পারেন?

কথা বলতে বলতে ভালো লাগে। কীভাবে যে বলি...মা, তুমি যাও তো, তুমি তাকিয়ে থাকলে আর কথা বলতে পারব না। তোমার সামনে এসব কথা বলতে পারছি না...(বোঝা গেল, কথা বলার সময় তাঁর মা সামনে ছিলেন)। আসলে ব্যাপারটা হচ্ছে, ধীরে ধীরে কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে, সে আমার জন্য যোগ্য ব্যক্তি। এসব অনুভূতি তো লজিক্যালি ব্যাখ্যা করা যায় না। এটুকু বলব, সে ভালো মানুষ। সে আমার মন বোঝে, সম্মান করে, গুরুত্ব দেয়। এমন একজন মানুষ আমার প্রয়োজন ছিল।

গায়িকা ফাতিমা তুয জাহরা ঐশী। ছবি: ফেসবুক
প্রশ্ন

ঈদের কাজের ব্যস্ততা কেমন?

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘দুই কুলে সুলতান’। এই গান নিয়ে ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এই গান নিয়েই ঈদ কাটাতে চাই। তবে টিএম প্রোডাকশনের বেশ কিছু গান নিয়ে ব্যস্ত আছি। আগে যেমন দর্শক পদে পদে আমাকে ভালোবাসা জানিয়েছেন। যেটা ‘দুষ্টু পোলাপাইন’ গানটি রিলিজের পর আরও বেশি বুঝেছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে গানটি শোনেন শ্রোতারা। তারপর থেকে ভক্তরা জানতে চান, নতুন গান কবে আসবে। এ জন্য আমি সময় নিয়ে গান করতে চাই।

প্রশ্ন

নিজের মতো করে গান করার স্বাধীনতা কতটা থাকে?

আমি বেশির ভাগ সময়ই আমার পছন্দের গান করি। ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘মায়া’ থেকে শুরু করে আমার জনপ্রিয়তা পাওয়া গান দিয়ে নিজস্বতা তৈরির চেষ্টা করেছি। নিজের পছন্দের গানগুলোই করি। এ জন্যই আমি লাকি।

প্রশ্ন

আপনার ‘দুষ্টু পোলাপাইন’ গানটি তো খুব সাড়া ফেলেছে। গানটি ঘিরে মজার কোনো অভিজ্ঞতা শেয়ার করবেন?

বেশ কিছুদিন আগের গান। তবে এখনো আমার কাছে মনে হয়, গানটি নতুন রিলিজ হয়েছে, কনসার্টে সবার মধ্যে সেই উদ্দীপনা দেখতে পাই। এক বছর খুব কাছ থেকে ভক্তদের পাগলামি দেখেছি। সবাই রেডি হয়ে থাকে, কখন স্টেজে উঠব আমি। গানটি গাওয়ার পর থেকেই কেউ আর বসে থাকতে পারে না। নাচানাচি শুরু করে। পারলে নিরাপত্তাসীমানা ভেঙে সামনে চলে আসে। তখন আয়োজকেরা হিমশিম খান। অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনও হয়েছে, তাড়াতাড়ি গান শেষ করে পালাতে হয়েছে।

ফাতিমা তুয যাহরা ঐশী
প্রশ্ন

‘নিজাম উদ্দিন আউলিয়া’ লোকগানটিও আপনার ভক্তরা পছন্দ করেন?

এই লোকগান লিখেছেন হাসান চিশতি বাউল। গানটি আগে অনেকেই গেয়েছেন। কিন্তু আমি গাওয়ার পর থেকে আলাদা করে প্রশংসা পেয়েছি। গানটি যিনি তৈরি করেছেন, তিনিও আমার গাওয়ার প্রশংসা করেছেন। গানটি এমন হয়ে গেছে যে আমার পরিচয়ের সঙ্গে জড়িত।

প্রশ্ন

আপনি গানের পাশাপাশি চিকিৎসক হিসেবে একটা হাসপাতালে কর্মরত। এ পেশায় আপনার ব্যস্ততা কেমন?

খুবই ভালো চলছে। চিকিৎসক হিসেবে শমরিতা হাসপাতালে নিয়মিত ডিউটি থাকে। দুই পেশাই সামলাই। অনেক সময় রোগীরা চিনতে পেরে প্রশ্ন করেন, আপনি কি ঐশী? হাসপাতালের বেডে শুয়েও কেউ কেউ বলেন, আমার গান নিয়মিত শোনেন, তাঁদের অনুভূতিগুলো ভালো লাগে। বেশ কয়েকবার রোগীই বলেছেন, ‘একটি সেলফি তুলে দিন।’ আবার এমনও হয়, রোগী অসুস্থ তাও তিনি নিজেই সেলফি তুলবেন। এই পেশাও উপভোগ করছি।

হবু বর আরেফিন জিলানি ও গায়িকা ফাতিমা তুয জাহরা ঐশী। ছবি: ফেসবুক