Thank you for trying Sticky AMP!!

রচনা ব্যানার্জি অভিনয় ছেড়েছিলেন কেন

একের পর এক হিট সিনেমায় অভিনয় করে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিতি পেয়েছিলেন টালিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জি। মাঝে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এই জনপ্রিয় অভিনেত্রী। এবার রাজনীতিতে আসছেন তিনি।
তাঁর আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়; নব্বইয়ের দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর রচনা ব্যানার্জি নামে পরিচিতি পান তিনি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৩৫ টির বেশি সিনেমা করেছেন তাঁরা। অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমা করেছেন রচনা, ‘সূর্যবংশম’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাঁদের
তিনি অভিনয় থেকে সরে এলেন কেন—এমন প্রশ্নের উত্তরে রচনা বিভিন্ন সাক্ষাৎকারে জানান, দিদি নাম্বারও ওয়ান–এ কাজ শুরুর পর ব্যস্ত হয়ে পড়েন। ঠাসা সূচি থেকে সিনেমার জন্য সময় বের করতে হিমশিম খাচ্ছিলেন। পাশাপাশি পুত্র ও পরিবারকেও সময় দিতে চেয়েছেন। ফলে একের পর এক সিনেমার প্রস্তাব পেলেও তাতে সায় দেননি
মাঝে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। ‘রামধনু’ ও ‘বৌদি ডট কম’-এর পর আর কোনো সিনেমা করেননি। এখন জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ নিয়ে ব্যস্ত সময় কাটছে রচনার
অভিনয়ে আর ফিরতে চান না জানিয়ে গত বছর ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আর অভিনয় করবই না, সময়ই নেই এখন। আমি তো এখন বিজনেস ওম্যান হয়ে গিয়েছি। শাড়ি আর বিউটি প্রোডাক্ট নিয়ে এখন বেজায় ব্যস্ত। এই দুটো আর দিদি নাম্বার ওয়ান আমার জীবনের অনেকটা সময় নিচ্ছে; তা–ই অভিনয় আর নয়। দিদি নাম্বার ওয়ান আমাকে যা ভালোবাসা দিয়েছে তাতে আমি সমৃদ্ধ।’
অভিনয়ে নাম এলেও রাজনীতির মাঠে দেখা যাবে রচনাকে। ‘দিদি নাম্বার ওয়ান’–এর মঞ্চ থেকে এবার তৃণমূলের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রচনা ব্যানার্জি