ফিরলেন মিম

বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

বিধিনিষেধের আগেই নতুন সিনেমার শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কঠোর বিধিনিষেধে তা আরও পিছিয়ে যায়। বদলে যায় সব পরিকল্পনা। নতুন পরিকল্পনায় বিধিনিষেধ শেষে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বিদ্যা সিনহা মিম। অন্তর্জাল নামে এই সিনেমার শুটিং সম্প্রতি মিরপুরে শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় মিম জানালেন, তিন দিন শুটিং করেছেন। এরপর এক দিন মহড়া। এরপর আবার শুটিং। এভাবে পুরো মাসটা চলছে।

বিদ্যা সিনহা মিম

মিম জানালেন, নতুন এই সিনেমায় তাঁকে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে দেখানো হবে। দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম জানান, ‘প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্প এই সিনেমা। এ ধরনের গল্পের সিনেমায় আমাকে আগে দেখা যায়নি।’

‘অন্তর্জাল’ নামে এই সিনেমার শুটিং সম্প্রতি মিরপুরে শুরু হয়েছে
বিদ্যা সিনহা মিম

এমন চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ সামনে রেখেই প্রস্তুতি নিয়েছেন তিনি। একই সঙ্গে এমন একটি ছবিতে অভিনয় করতে পেরে তিনি আনন্দিত বলেও জানালেন। এই সিনেমায় মিম ছাড়াও অভিনয় করবেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। দীপঙ্কর দীপনের পরিচালনায় তৈরি এই সিনেমার গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।

বিদ্যা সিনহা মিম