কখনোই অভিনেতা বা নির্মাতা হতে চাননি সালাহউদ্দিন লাভলু। অথচ চার দশকের বেশি সময় অভিনয় আর নির্মাণেই কাটিয়ে দিলেন। আজ এই নির্মাতা ও অভিনেতার ৬২তম জন্মবার্ষিকী। অনেক জনপ্রিয় নাটকের এই কারিগর বিশেষ এই দিনে তাঁর নির্মিত পছন্দের সাতটি জনপ্রিয় নাটকের তালিকা করলেন। ‘হাড়কিপ্টে’, ‘ভবের হাট’, ‘রঙের মানুষ’সহ পছন্দের সাতটি নাটকের মধ্যে কোনটিকে শীর্ষ রাখলেন তিনি
