
শেষ হলো ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার রাতে পর্দা নামে পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের। বড় তারকাদের হারিয়ে এবারের উৎসবে পুরস্কার পেয়েছে স্বাধীন ঘরানার নির্মাতাদের সিনেমা। কার হাতে উঠল কোন পুরস্কার? এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়াা যাক বিস্তারিত—