ভেনিস উৎসবে পুরস্কার বিজয়ীরা। কোলাজ
ভেনিস উৎসবে পুরস্কার বিজয়ীরা। কোলাজ

ভেনিসে চমক, কার হাতে উঠল কোন পুরস্কার

শেষ হলো ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার রাতে পর্দা নামে পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবের। বড় তারকাদের হারিয়ে এবারের উৎসবে পুরস্কার পেয়েছে স্বাধীন ঘরানার নির্মাতাদের সিনেমা। কার হাতে উঠল কোন পুরস্কার? এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়াা যাক বিস্তারিত—

ভেনিস চলচ্চিত্র উৎসবে মার্কিন পরিচালক জিম জারমুশের হাতে উঠল সেরার পুরস্কার। ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমার জন্য স্বর্ণসিহং পেয়েছেন তিনি। এএফপি
নিউইয়র্ক, ডাবলিন ও প্যারিসে পরিবারের তিনটি পুনর্মিলনকে কেন্দ্র করে লেখা এ চিত্রনাট্যকে পরিচালক নিজেই বলেছিলেন, ‘একধরনের অ্যান্টি-অ্যাকশন ফিল্ম।’ পুরস্কার গ্রহণ করে ৭২ বছর বয়সী জারমুশ বলেন, ‘আমাদের শান্ত ছবিটিকে ভালোবাসার জন্য ধন্যবাদ।’ এএফপি
উৎসবের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ছিল ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ইসরায়েলি বাহিনির হাতে নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন তিউনিসিয়ান–ফরাসি নির্মাতা কাওথের বেন হানিয়া। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। আইএমডিবি
পুরস্কার হাতে নির্মাতা কাওথের বেন হানিয়া। এএফপি
চমক ছিল সেরা অভিনেত্রীর পুরস্কারে। চীনের জিন জিলেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘দ্য সান রাইজেস অন আস অল’। এএফপি
৩৯ বছর বয়সী এই তারকা এমন নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি অতীতের ভুলের দায় শোধ করতে চাইছেন সাবেক প্রেমিকের কাছে—সেই প্রেমিক জেল খেটেছে তাঁর অপরাধের জন্য। এএফপি
ইতালির টোনি সারভিল্লো জিতেছেন সেরা অভিনেতার সম্মান। পাওলো সরেন্তিনোর ‘লা গ্রাজিয়া’ ছবিতে তিনি এক প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ইউথেনেশিয়া বিল আইনে স্বাক্ষর করবেন কি না, সেই দ্বিধায় ভুগছেন। এএফপি
পুরস্কারের মঞ্চ থেকেই সারভিল্লো গাজার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘যারা অবরোধ ভেঙে মানবতার বার্তা পৌঁছাতে সাহস করে সমুদ্রে নেমেছেন, তাঁদের জন্য শ্রদ্ধা।’
এ ছাড়া মার্কিন পরিচালক বেনি সাফদির ‘দ্য স্ম্যাশিং মেশিন’–এর জন্য জিতেছেন সেরা নির্মাতার পুরস্কার। এএফপি
এবারের উৎসবের আরেকটি বড় চমক অনুপমা রায়। ‘সংস অব ফরগটেন ট্রিজ’ সিনেমার জন্য অরিজ্জোন্তি বিভাগে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন তিনি। ছবিটির প্রযোজক অনুরাগ কাশ্যপ। এদিন অনুপমা পুরস্কার নিতে হাজির হয়েছিলেন শাড়ি পড়ে। এএফপি