Thank you for trying Sticky AMP!!

জেলেনস্কির বার্তা আর তারকাদের দ্যুতিতে শুরু হলো বার্লিন উৎসব

উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চে উঠে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভার্চ্যুয়ালি যুক্ত করেন শন

ইউরোপের তিন গুরুত্বপূর্ণ উৎসবের একটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো গতকাল। মহামারির নানা বিধিনিষেধ ভুলে এবার চেনা রূপে ফিরছে উৎসব। প্রথম দিনেই লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন তারকারা। বার্লিন উৎসব সব সময়ই তার রাজনৈতিক অবস্থানের জন্য খ্যাত। এবারও ব্যতিক্রম নয়, উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শন পেন

আগেই জানা গিয়েছিল ৭৩তম বার্লিন উৎসবের মনোযোগের কেন্দ্রে থাকবে ইউক্রেন। চলতি মাসেই ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হচ্ছে। এবারের উৎসবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর নির্মিত বেশ কয়েকটি তথ্যচিত্র দেখানো হবে। যার একটি ‘সুপারপাওয়ার’, গত বছর ইউক্রেনে তথ্যচিত্রটির শুটিং করেছেন শন পেন। বার্লিন উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চে উঠে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভার্চ্যুয়ালি যুক্ত করেন শন। মিলনায়তনে উপস্থিত দর্শক তখন প্রেসিডেন্টকে স্ট্যান্ডিং ওভেশন জানান।

মঞ্চে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যরা

জেলেনস্কি বলেন, ‘সিনেমা দুনিয়া বদলাতে পারে না সত্যি, তবে যারা বদলাতে পারে, তাদের অনুপ্রাণিত করতে পারে।’

দুবারের অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও নির্মাতা শন পেন গত বছর রাশিয়ার হামলা শুরুর পরই কিয়েভে ‘সুপারপাওয়ার’-এর শুটিং করেন। এ উইকেন্ডেই তথ্যচিত্রটির প্রিমিয়ার হবে বার্লিনে।

বার্লিন উৎসবের উদ্বোধনীতে উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর কারলো চাত্রিয়ান ইউক্রেনের কষ্টে থাকা মানুষের প্রতি সমবেদনা জানান, দেশছাড়া মানুষদের, শিল্পীদের স্মরণ করেন।

ক্রিস্টেন স্টুয়ার্ট, মাত্র ৩২ বছর বয়সে বার্লিন উৎসবের প্রধান জুরি হয়ে রেকর্ড গড়েছেন তিনি

উৎসবে আলো ছড়িয়েছেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ৩২ বছর বয়সে বার্লিন উৎসবের প্রধান জুরি হয়ে এর মধ্যেই রেকর্ড গড়েছেন তিনি। উৎসবের উদ্বোধনী দিনে সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, উৎসব নিজের চোখে দারুণ সব ঘটনা দেখার এক অভূতপূর্ব সুযোগ।

বার্লিন উৎসব শুরু হয় রেবেকা মিলারের ‘শি কেম টু মি’র প্রদর্শনী দিয়ে। হাজির ছিলেন ছবির পাত্রপাত্রী অ্যান হ্যাথওয়ে, পিটার ডিংকলেজ, মারিসা তোমেই। মহামারির পর সশরীর উৎসবে ফিরতে পেরে দারুণ খোশমেজাজে ছিলেন তাঁরা। অ্যান হ্যাথওয়ে জেলেনস্কিকে ‘এই সময়ের তারকা’ বলেও অভিহিত করেন।

বার্লিন উৎসবের উদ্বোধনী সিনেমা ‘শি কেম টু মি’র পাত্রপাত্রীরা

‘শি কেম টু মি’ইউক্রেনের প্রতি সমর্থন তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তিনি।

বার্লিনে বরাবরই ইরানি সিনেমার জয়জয়কার দেখা যায়; আগে উৎসব থেকে সোনার ভালুক জিতেছেন জাফর পানাহি, আসগর ফরহাদি, মোহাম্মদ রাসুলভের মতো নির্মাতারা। এবারও দেশটিকে উৎসর্গ করে বিশেষ একটি আলোচনা অনুষ্ঠান হবে। ওম্যান, লাইফ ফ্রিডম নামে অনুষ্ঠানে ইরানের প্রতিবাদে সিনেমার ভূমিকা আলোচনা হবে।

অ্যান হ্যাথওয়ে

এবার ‘গোল্ডা’ ছবির প্রিমিয়ারে থাকবেন হেলেন মিরেন, ছবিটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবারের আসরে স্টিভেন স্পিলবার্গকে সম্মানজনক সোনার ভালুক দেওয়া হবে।

অভিনেত্রী ও জুরি সদস্য গোলশিফতেহ ফারহানি

মূল শীর্ষ দুই পুরস্কার সোনার ভালুক ও রৌপ্য ভালুকের জন্য লড়বে ১৯টি সিনেমা। এগুলোর মধ্যে চারটি বানিয়েছেন জার্মান পরিচালকেরা। প্রতিযোগিতা বিভাগের ছবিগুলোর মধ্যে সেভাবে বড় তারকা নেই, জায়গা পায়নি যুক্তরাষ্ট্রের বড় প্রযোজনা সংস্থা বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিনেমা। এশিয়ার মধ্যে জাপানের কেবল দুটি সিনেমা জায়গা পেয়েছে, যার একটি অ্যানিমেশন ছবি ‘সুজুমে’।

এবারের বার্লিনের প্রধান জুরি ক্রিস্টেন স্টুয়ার্ট, মাত্র ৩২ বছর বয়সে এ দায়িত্ব পেয়ে সর্বকনিষ্ঠ জুরি হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। প্রতিযোগিতা বিভাগে ছয় নারী নির্মাতার ছবি জায়গা পেয়েছে।
বার্লিন উৎসবের পর্দা নামবে ২৬ ফেব্রুয়ারি।

Also Read: মহামারির পর চেনা রূপে ফেরার আশা