১৩ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনে নিজের দিকে সব আলো কেড়ে নেন হলিউড তারকা টম ক্রুজ। তাঁর নতুন সিনেমার প্রিমিয়ারকে ঘিরে জমে উঠেছিল উৎসব। ভ্যারাইটি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-
বিনোদন ডেস্ক
২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির অষ্টম সিনেমা ‘মিশন: ইমপসিবল–দ্য ফাইনাল রেকনিং’। গতকাল বুধবার কানে ছিল ছবির প্রিমিয়ার, সেখানে হাজির হয়ে যেন উৎসব জমিয়ে দিলেন টম ক্রুজ। এদিন খোশমেজাজে পাওয়া গেল টম ক্রুজকে। হাসিমুখে নানা ভঙ্গিতে পোজ দেন ছবির জন্য। এএফপি‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এর প্রিমিয়ারের পর পাঁচ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছে। এএফপিসমালোচকেরা ছবিটির প্রশংসা করেছেন। ভ্যারাইটি বলছে, এ সিনেমায় নিজেকেই যেন ছাড়িয়ে গেছেন টম ক্রুজ। সংবাদমাধ্যমটি সিনেমা সম্পর্কে লিখেছে, ‘৩০ বছর ধরে চলা এই সিরিজের সিনেমায় প্রতিবারই পর্দায় পাওয়া যায় বেপরোয়া টমকে। এবার যেন টম ক্রুজ নিজেকেই ছাড়িয়ে গেছেন। শুধু চোখধাঁধানো স্টান্ট নয়, চরিত্রের ভেতরের ভয় আর সংকল্পকে মেলে ধরেছেন অবিশ্বাস্য পরিমিতিতে।’ এএফপি