চলছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। পৃথিবীর অন্যতম পুরোনো এই উৎসবের দিকে চোখ রেখেছেন অনেক সিনেমাপ্রেমী। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
লালগালিচায় প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার; উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আ ট্র্যাভেলাস নিড’। ছবিটি চলতি বছর মূল প্রতিযোগিতা বিভাগেও স্বর্ণভালুকের জন্য লড়ছে। এএফপিবয়স সত্তর চলছে, তবে ইজাবেল হুপার যেন আগের মতোই জনপ্রিয়। বার্লিন উৎসবে হাজির হতেই তাঁকে ঘিরে ভিড় লেগে গেল সেলফিশিকারিদের। এএফপি