যাপিত রম্য

নিউটনের মাথায় আপেল না পড়লে কী হতো?

মাথায় আপেল পড়ার পরই মাধ্যাকর্ষণের সেই বিখ্যাত সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন (যদিও এই কাহিনির সত্যতা নিয়ে প্রশ্ন আছে)। তবে নিউটনের মাথায় আপেল না পড়ে যদি অন্য কোনো ফল পড়ত তাহলে কেমন দাঁড়াত ফলাফল?

নিউটনের মাথায় বেল পড়লে

অলংকরণ: একটু থামুন

তখন সূত্র বের হতো না নিশ্চিত। নিউটনের মাথায় গজাত একটা প্রমাণ সাইজের আলু।

নিউটনের মাথায় কাঁঠাল পড়লে

কাঁঠালের আঠা তোলার জন্য এখন আর সরষের তেল ব্যবহার করা হতো না। নিউটন হয়তো তাঁর মাথার চুল থেকে আঠা তোলার তাগিদে নতুন কোনো ওষুধ আবিষ্কার করে ফেলতেন।

নিউটনের মাথায় নারকেল পড়লে

তাহলে হয়তো আমাদের ছাত্রজীবনে নিউটন বলেই কিছু থাকত না!