পাঠকহাজির

অনুরোধ

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অনেকবার বলেছি, সবার সঙ্গে না হোক অন্তত নিজের সঙ্গে সহজ হও। সহজ হয়ে একবার ভেবে দেখো, জীবনটা কত সুন্দর!

সারাটা জীবন তো নিজের মতো করেই দেখে গেছ, একটু আমাদের মতো করে দেখোই না। দেখবে, তোমার চারপাশটা ফুলে ফুলে ভরে রয়েছে। নানান রঙের ফুলের ঘ্রাণে তোমার চারপাশের পৃথিবীটা কত-না সুন্দর করে সেজে আছে। তোমাকে
সাদরে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

কিন্তু তুমি বরাবরের মতো নিজের প্রতি উদাসীন। নিজের প্রতি যত্ন নাও না। নিজের দিকে তাকিয়ে দেখেছ একটিবার? কতটা বিমর্ষের ছায়া তোমার চোখে-মুখে। কতটা ক্লান্তির ছাপ তোমার দেহে।

হয়তো দেখোনি কোনো দিন। আমি দেখেছি। আমি যতবার তোমাকে দেখি ততবার তোমাকে নতুন করে আবিষ্কার করি। তুমি যে অপার রহস্যে ঘেরা। গ্যালাক্সির পর গ্যালাক্সি রহস্য যখন প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে, সেখানে তুমি নিজেকে রহস্যের ভেতর ডুবিয়ে রাখো। এ কেমন আচরণ তোমার?

তখন তুমি বলতে—

: আমি তো এমনি। এটাই তো আমার চিরাচরিত রূপ। এখানে আমার কোনো অভিনয় নেই, কোনো অহমিকা নেই। আমার প্রতি তোমাদের এসব অভিযোগ খণ্ডন করব না কোনো দিন। তার মানে এই নয় যে আমি সব মেনে নিয়েছি। সব মেনে নিইনি। শুধু চুপ করে থাকা মানে আমার দুর্বলতা মনে করো না। অবশ্য তোমরা এটাই মনে করো।

এটাই তোমার সবচেয়ে বড় ভুল। আর এটাকেই ধারণ করে আছ। যতবার তোমাকে বলেছি ততবার তুমি হেসে উড়িয়ে দিয়েছ সব। কারা সব সময় হাসে, জানো? যারা নিজের দুঃখগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে চায় তারাই শুধু হাসে। হেসে পৃথিবীকে বোঝাতে চায় তারা খুব সুখী। তুমি তোমার নিজের সিদ্ধান্তে অটল থাকতে চাও। প্রথমেই তুমি ভেবে নাও তুমি যা করছ, তা–ই ঠিক। এটাও তোমার নিজের প্রতি কাঠিন্যের বহিঃপ্রকাশ। এভাবে নিজের প্রতি দিন দিন অন্যায় করে যাচ্ছ। জেনে রাখো, মানুষ কখনোই কোনো বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারে না। কিন্তু তুমি বরাবরই প্রমাণ করতে চেয়েছ তুমি সঠিক পথেই আছ।

তোমার ওই পথ ফেলে চলে আসো, দেখবে একটা সুন্দর, সুশৃঙ্খল পৃথিবী তোমার অপেক্ষায়।

মফিজুল হক

মতিঝিল, ঢাকা।