মহামারি পরিস্থিতিতে বদলে গেছে জীবনধারা। বাইরের কাজের চাপ খানিক কমলেও বাড়ির কাজ থেকে নিস্তার নেই কারোরই। এ সময়ে বাড়ির কাজে সাহায্যকারী ব্যক্তিটি না থাকার কারণে অনেকেই অনভ্যস্ত হাতে করেছেন বাড়ির কাজগুলো। কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন বা কাপড় ধোয়ার যন্ত্র এখন দ্বিগুণ পরিমাণে যোগ হয়েছে আধুনিক জীবনধারায়। জীবন সহজ করে দেওয়া যন্ত্রটিকে অন্দরে রাখার সময় কিছু বিষয়ে খেয়াল রাখা বাঞ্ছনীয়।
পানি আর বিদ্যুৎ–সংযোগের বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ এই যন্ত্রের জন্য। পরিষ্কার পানি যেমন প্রবাহিত হয় যন্ত্রে, আবার যন্ত্র থেকে পানিনিষ্কাশনের জন্যও নির্দিষ্ট লাইন থাকে। নিষ্কাশনের জায়গাটা একটু ঢালু না হলে সাবান, পানি, ময়লা, কাপড়ের সুতা প্রভৃতি আটকে যাওয়ার আশঙ্কা থাকে। ওয়াশরুম বা বাথরুমের সঙ্গে এসব সংযোগের ব্যবস্থা করা সুবিধাজনক। তা ছাড়া যন্ত্রটি ব্যবহারের সময় স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে কাজ করার জন্য পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন বলে জানালেন ডিজাইন কোড ইন্টেরিয়রের পরামর্শক আবদুল্লাহ আল মিরাজ। নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বাসা হলে নির্মাণের সময়ই এই যন্ত্রের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে নেওয়ার সুযোগ থাকে। তবে শহরের মধ্যবিত্ত এলাকার ছোট্ট আকারের ভাড়া বাসায় সাধারণত এমন সুযোগ কম থাকে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা শরীফ জানালেন, অন্দরের অন্যান্য আসবাব ও আনুষঙ্গিকের সঙ্গে মানানসইভাবে রাখতে হবে এই যন্ত্র (যেখানে পানি ও বিদ্যুতের সংযোগ আছে)। একটা দেয়ালের পাশজুড়ে রাখা যায়। আবার ছোট আবাসে ক্যাবিনেট করে রাখার সুযোগও থাকে। সিঁড়ির নিচের জায়গাটাও কাজে লাগানো যায়। সেখানেও ক্যাবিনেট করে পানির মোটরের জায়গাটায় প্রয়োজনীয় সংযোগগুলো তৈরি করে নেওয়া যায়।
খাবারঘরের এক পাশে জায়গা করে নিতে পারেন। তবে এ ঘরেও থাকে নানা আসবাব, এখানে জায়গা রাখতে হয় অন্যান্য ঘরে যাতায়াতের জন্য। তাই ছোট্ট খাবারঘরে এ যন্ত্র রাখা মুশকিল। এ ঘরের কাছাকাছি কোথাও বেসিন বা কমন ওয়াশরুম থাকলে সেখানকার পানির সংযোগটিকে কাজে লাগানো যায়। বেসিনের পাশে ক্যাবিনেট করে নিয়ে সেখানেও রাখতে পারেন।
যেকোনো ঘরের বাথরুমের কাছে কিংবা বড় আকারের বাথরুমের ভেতরও রাখা যায় কাচের দেওয়াল করে।
ছোট বাসায় রান্নাঘরের সিঙ্কের পাশে বড় ক্যাবিনেট করে নিয়ে ওপরের অংশে ব্লেন্ডার, গ্রাইন্ডার প্রভৃতি যন্ত্র রাখা যায়। নিচের অংশে রাখা যায় কাপড় ধোয়ার যন্ত্র।
স্টোররুম বা ভাঁড়ার ঘরেও রাখতে পারেন (পাশে ওয়াশরুম থাকলে)।
ঘরের কোথাও জায়গা না হলে বারান্দায় রাখতে পারেন। তবে বারান্দার ওই অংশে যেন বৃষ্টির ছাঁট না আসে। চাইলে কাচের পার্টিশন করে নিয়ে বৃষ্টির ছাঁট আটকানোর ব্যবস্থা করে নেওয়া যায়।
খেয়াল রাখুন, যেখানেই রাখা হোক না কেন, যন্ত্রের গায়ে যেন পানি না লাগে। উচ্চতার দিকটা ভুললে চলবে না। ঘরের অন্যান্য জিনিসের উচ্চতার মতোই উচ্চতা হোক এই যন্ত্রের (কিংবা সেটির ক্যাবিনেটের)। ক্যাবিনেট করে রাখা হলে ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে মিল রেখে ক্যাবিনেট তৈরি করে নিন। ক্যাবিনেট ছাড়া রাখলে বা দরজাবিহীন ক্যাবিনেট করলে যন্ত্রের গায়ের রংটা যেন দেয়াল ও অন্যান্য সামগ্রীর সঙ্গে মানায়, সেদিকে খেয়াল রাখলে নান্দনিক দেখাবে। ক্যাবিনেট করে স্লাইডিং দরজাও করতে পারেন পছন্দমতো জায়গায়। ক্যাবিনেটের ওপরটা মার্বেল বা গ্রানাইট পাথরেরও হতে পারে।