আজ বিশ্ব হাত ধোয়া দিবস

আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ

আজ ১৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ যাতে হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেয়, অভ্যস্ত হয়, সে জন্যই পালিত হয়ে আসছে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

আজ বিশ্ব হাত ধোয়া দিবস
ছবি: প্রথম আলো

এই দিবসের দরকার কী?


এই প্রশ্নের উত্তর শোনা যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোমেন রায়হানের কাছ থেকে। তিনি বললেন, ‘আমরা মহামারিকালের আগে থেকেই মানুষকে হাত ধোয়ার প্রয়োজনীয়তার কথা বলে আসছি। হাত ধুলে কোন কোন অসুখ থেকে মুক্ত থাকা যায়, সেই সম্পর্কে জানিয়ে আসছি। করোনাকালে হাত ধোয়ার গুরুত্ব যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য হাত ধোয়াকে একটা অভ্যাসে পরিণত করার কোনো বিকল্প নেই। বিশ্ব হাত ধোয়া দিবসে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। যেটা আন্তর্জাতিকভাবে মানুষকে হাত ধোয়ার উপযোগিতা জেনে হাত ধোয়ার অভ্যাস গড়তে অনুপ্রাণিত করবে।’  

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য হাত ধোয়াকে একটা অভ্যাসে পরিণত করার কোনো বিকল্প নেই

হাত ধোয়া দিবস নিয়ে কিছু কথা
* ২০০৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি পালন করে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ।
* এবারের হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য, ‘আওয়ার ফিউচার ইজ অ্যাট হ্যান্ড—লেটস মুভ ফরোয়ার্ড টুগেদার’ (আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ—চলো একসঙ্গে এগিয়ে চলি)।’ মজার ব্যাপার হচ্ছে, ২০১৭ সালেও একই রকম প্রতিপাদ্য ছিল।
* প্রতিবছর বিশ্বে প্রায় ২০ কোটি মানুষ হাত দোয়া দিবস পালন করে।
* ২০১৪ সালের কথা। সে বছর বিশ্ব হাত ধোয়া দিবসে ভারতের মধ্যপ্রদেশে ১২ লাখ ৭৬ হাজার ৪২৫ শিশু একসঙ্গে হাত ধুয়ে একটা বিশ্ব রেকর্ড গড়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেয়।
* ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ২০১৩ সালে ১ নভেম্বর পালন করা হয় বিশ্ব হাত ধোয়া দিবস। সেবার তারা ভুলেই গিয়েছিল দিনটির কথা। তবে ভুল শোধরাতে ভোলেনি। এ ছাড়া বিশেষ কিছু গোষ্ঠী অন্যান্য দিনেও দিবসটি নিজেদের মতো করে পালন করে।

বিজ্ঞাপন বার্তা