প্রতিভার বিরাট বিরাট খনি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। কেউ ছবি আঁকেন, কেউ গান করেন, কেউ অভিনয়, কেউবা তোলেন ছবি। স্বভাবতই ক্যাম্পাসের এই প্রতিভাবানেরা তুমুল জনপ্রিয়। জনপ্রিয়তার সঙ্গে ফ্রি হিসেবে থাকে বিড়ম্বনা। আবার এই প্রতিভাবানদের যন্ত্রণাও সইতে হয় বাকিদের। এসব নিয়েই ভেবেছেন নিজেদের ক্যাম্পাসে পাত্তা না পাওয়া প্রতিভা আবদুল্লাহ মামুর, মো. মিকসেতু, সঞ্জয় সরকার ও রাফি আদনান

প্রতিভা: ছবি আঁকা
প্রতিভার বিড়ম্বনা
আজকে ছবি এঁকে না দিলে কিন্তু খবর আছে আপনার!
আমার ছবিটা না আঁকলে তো মন খারাপ করে এটা নিয়েই চলে যাব।
আমারও একটা এঁকে দিস, দোস্ত। এই রকম হাসি হাসি মুখের একটা।
প্রতিভার যন্ত্রণা
ছবি আঁকো বলে সবকিছুকে ক্যানভাস মনে হয় নাকি তোমার! আমার ব্যাগ, জুতা, এমনকি মোবাইল ফোনটার ওপরেও দেখি রং করে রেখেছ! আজব পাবলিক একটা!
ছবি: জয়দ্বীপ বসু, মডেল: সুবীর, সোহাগ, প্রভা ও নিগার, স্থান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রতিভা: ছবি তোলা
প্রতিভার বিড়ম্বনা
জুম কর তো। দেখি, আমারে কেমন লাগতাছে।
বাসায় গিয়াই ছবিগুলো ইনবক্স করবি। আর অবশ্যই এডিটিংয়ে লাইট বাড়ায়া দিবি।
দোস্ত, ক্যামেরায় শেয়ার ইট থাকলে একটু অন কর না, ছবিগুলা এখনই নিয়ে নিই।
ভাই রে, আমারে রোবট পাইছস? একটু টাইম তো দিতে হবে, নাকি?
প্রতিভার যন্ত্রণা
আশিক, তুই চেহারায় আরও উদাস ভাব আন। মৌ, ভালো করে ভেংচি কাট। রাহুল, তোর চেহারায় তো কোনো এক্সপ্রেশনই নাই! আসফিয়া, তোর ঘাড় আরও বাঁকা কর। হ্যাঁ হ্যাঁ, আর একটু ডানে, এইবার বাঁয়ে, না না ডানে, মুখটা উঁচু হবে...
দোস্ত, পোজ দিতে দিতে এক্সপ্রেশন সব ফুরায় গেছে, এইবার একটু মাফ কর ভাই।
মডেল: নাফি, আশিক, রাহুল, আসফিয়া ও মৌ, স্থান: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
প্রতিভা: গান গাওয়া
প্রতিভার বিড়ম্বনা
মামা, আজকে আমার ময়না পাখিটার জন্মদিন। পুরাই মাইনকার চিপায় আছি। একটা গান গেয়ে উইশ করে দে না।
মামা, শান্তিতে একটু প্রেমও
করতে দিবি না?
প্রতিভার যন্ত্রণা
আ আ আ আ, সা সা সা রে...
সাতসকালে তোর এই প্যানপ্যানানি বন্ধ করবি! মরেও শান্তি নাই...
ছবি: অরবিন রুপক, মডেল: জয়ন্ত, ইন্দ্র, মৌরিন ও রাজেশ, স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিভা: প্রযুক্তিতে দক্ষতা
প্রতিভার বিড়ম্বনা
দোস্ত, ভুলে আমার ফোনের সব ছবি ডিলিট করে ফেলছি! কত্তগুলা কিউট কিউট সেলফি ছিল—কিসস্যু নাই! তুই একটু রিকভার করে দে না!
দোস্ত, আর কিছুক্ষণ পর আমার প্রেজেন্টেশন! পরে দেখি?
না, এক্ষুণি দেখতে হবে।
ব্যাকআপ ট্যাকআপ রাখছিস?
রাখি নাই। বাট তুই আইটি জিনিয়াস, ট্রাই কর, পারবি।
প্রতিভার যন্ত্রণা
ও, তোর ফোনও আবার হ্যাং করছে নাকি? আচ্ছা, দে তো, দেখি কী হইছে।
দোস্ত, সাবধান! ভুলেও ওই বান্দররে ফোন দিবি না। ওর চেয়ে সাইকেলের মেকাররাও ভালো ফোন ঠিক করে। গত সপ্তাহে ও আমার ফোন নিয়ে কী যে ইনস্টল দিছে, ফোন এখন স্লো হয়ে গেছে। একা একাই দেখি কল রিসিভ হয়, ফেসবুকে লাইক-কমেন্ট করে!
ছবি: হিমাদ্রী, মডেল: জাহিদ, সামান্থা ও মীম, স্থান: ড্যাফোডিল ইন্টা. ইউনিভার্সিটি