
বাংলাদেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীতশিল্পী ইফফাত আরা দেওয়ানের আঁকা চিত্রকর্মের তিন দিনব্যাপী এক প্রদর্শনী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। আতেলিয়ার আদজাক মিউজিয়ামের আর্ট গ্যালারিতে ৫-৭ সেপ্টেম্বর তা প্রদর্শিত হয়। বাংলাদেশের জীবন ও সামাজিক উপজীব্যকে কেন্দ্র করে আঁকা ছবিগুলো প্রদর্শনীতে আসা অতিথিদের নজর কাড়ে।
প্রদর্শনীর শেষ দিনে সন্ধ্যায় বিভিন্ন দেশের শিল্পী ও শ্রোতার উপস্থিতে ইফফাত আরা দেওয়ান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। গান পরিবেশনের আগে শ্রোতাদের প্রতিটি গানের ইংরেজি ভাবানুবাদ শোনানো হয়। শিল্পীর অসাধারণ গায়কী পুরো গ্যালারিতে ভিন্ন মাত্রার এক আবহ সৃষ্টি করে। শিল্পীকে যন্ত্রে সহযোগিতা করেন শিল্পী দম্পতি আরিফ রানা ও কুমকুম।
সংগীতসন্ধ্যায় তাঁরা দুজনও সংগীত পরিবেশন করেন। সংগীত আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আতেলিয়ার আদজাক মিউজিয়ামের পরিচালক মার্গারেট ক্রোথার।
উল্লেখ্য, আতেলিয়ার আদজাক মিউজিয়াম কর্তৃপক্ষ ৩০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে আসছে। এর আগেও এখানে শিল্পী ইফফাত আরা দেওয়ানের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।
মুহাম্মদ গোলাম মোর্শেদ
প্যারিস, ফ্রান্স