চলতি রস

বরাবর যথাযথ কর্তৃপক্ষ

ট্রাফিক আইন অমান্য করলেই পথচারীদের জেল–জরিমানা গুনতে হচ্ছে। কিন্তু আরও কিছু বিষয় আছে, যেখানে যথাযথ কর্তৃপক্ষের অবশ্যই নজর দেওয়া উচিত!

ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণে আনুন
এই, গাড়ি থামাও! তোমার হেডলাইট, হর্ন, লুকিং গ্লাস—সবই তো দেখি নষ্ট।
সামনে থেকে সরেন
স্যার, এই গাড়ির
ব্রেকও নষ্ট!

মিটারপদ্ধতি নিশ্চিত হোক সিএনজিচালিত অটোরিকশায়
ভাই, মিটারে যাইবেন?
না রে ভাই, গুলশানে যামু।

ফুটপাত হোক জনগণের চলাচলের জন্যই
দোকানপাট আর ময়লা সরায়া ফুটপাতগুলারে ফাঁকা করে দেওয়াটা খুব জরুরি।
হ, এদের জন্য বাইক চালাইতে মারাত্মক অসুবিধা হয়।

ওভারব্রিজগুলো হোক নির্ঝঞ্ঝাট
এক দাম ৮০, দেইখ্যা লন ৮০, বাইচ্ছা লন ৮০, ভালো শার্ট ৮০, রাজশাহী ৮০, পাবনা ৮০...
আব্বা, তুমি না বললা ওভারব্রিজ দিয়া নিয়া যাইবা? এইটা তো দেখি দোতলা শপিং মল!

যত্রতত্র যানবাহন পার্কিং নিষিদ্ধ করুন
শুনছস নাকি, রাস্তায় যেকোনো ধরনের গাড়ি পার্কিং নিষিদ্ধ করার কথা চলতাছে!
শুনছি, ভাবতাছি গাড়িতে পাঙ্খা লাগাইয়া আসমানে পার্কিং করুম।

যাকে–তাকে ড্রাইভিং লাইসেন্স নয়
ফার্মগেট ক্যামনে যামু রে?
ওস্তাদ, আগে স্টার্ট লন, ব্রেকটা আছে ডাইনে, আর সামনের গাড়িটারে ফলো করেন, ওইটা ফারামগেটের পরের স্টপিজে থামব, আপনে এর এক স্টপিজ আগেই থাইমা যাইয়েন।