
পোশাকের দোকানের ভিড়টা এই ঈদে যেন জমেছে কাঁচা বাজারে। নানা রকম মসলা তো এবার চাই-ই। দেখে নিন এবারকার বাজারদর।
মসলার বাজারদর
কেজিপ্রতি সব মসলার দাম দেওয়া হলো। শুকনা মরিচ ২০০-২৪০ টাকা, ধনিয়া ১৪০-১৮০ টাকা, হলুদ ১৮০-২০০ টাকা, জিরা ৪০০-৪৪০ টাকা, বড় এলাচি ১২০০ টাকা, ছোট এলাচি ১৫০০ টাকা, দারুচিনি ২৬০ টাকা, তেজপাতা, ৩০০ টাকা, পেঁয়াজ ৬০-৮০ টাকা, রসুন ৭০-৮০ টাকা, আদা ১৩০ টাকা, সাদা গোল মরিচ ১২০০ টাকা, কালো গোল মরিচ ৮০০ টাকা, শাহি জিরা ১০০ টাকা, সরিষা ৮০ টাকা, মেথি ১০০-১২০ টাকা। জায়ফল ১২০০ টাকা, জয়ত্রী ২০০০ টাকা, আলু বোখারা ৪০০ টাকা, কাঠবাদাম ৮০০ টাকা, রাঁধুনি ১৪০-১৬০ টাকা, মৌরি ১৬০-১৮০ টাকা, পোস্তদানা ১৩০০ টাকা, হিং ৩০০ টাকা, আখরোট ২০০০ টাকা, কবাব চিনি ১৬০০ টাকা, একাঙ্গি ৪০০ টাকা, পিপুল ১৪০০ টাকা। পাপরিকা এক বোতল ৬০ টাকা, রোজমেরি ৬০ টাকা, ওরিগেনো ৬০ টাকা, সিরকা ৫০০ মিলিলিটার ৫০ টাকা।
কোথায় পাবেন
নিত্যপ্রয়োজনীয় সব মসলাই কাঁচাবাজার ও কাছের মুদি দোকানে পাবেন। এ ছাড়া নানা সুপার শপের সব শাখাতেই এই মসলাগুলো পাওয়া যাবে। ঢাকার চকবাজার, নিউমার্কেট, কারওয়ান বাজার, কাপ্তানবাজার ও ঠাটারীবাজারে এই মসলাগুলো কিনতে পারবেন পাইকারি দামে।