দুই প্রজন্ম

মা-ছেলে দুজনেরই পছন্দ রাজ্জাক-কবরী

সংগীতশিল্পী কাজী শুভ ও তাঁর মা ফাতেমা খাতুন। ছবি: খালেদ সরকার
সংগীতশিল্পী কাজী শুভ ও তাঁর মা ফাতেমা খাতুন। ছবি: খালেদ সরকার

সংগীতশিল্পী কাজী শুভ। সোনাবউ গানটি গেয়ে তিনি শ্রোতাদের কাছে বেশি পরিচিতি পান। এখন পর্যন্ত তাঁর কয়েকটি একক ও বেশ কয়েকটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাঁর মা ফাতেমা খাতুন, গৃহিণী। আজ থাকছে মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

কাজী শুভ: জিনস, ফতুয়া, পাঞ্জাবি। সাধারণত অনুষ্ঠান থাকলে পাঞ্জাবির সঙ্গে কটি পরতে ভালো লাগে। ইদানীং শার্টও পরছি। শীতের সময় জ্যাকেট আর ক্যাপও পরি।

মা: শাড়িই পরি। কাতান শাড়ি সবচেয়ে বেশি পছন্দ।

২. প্রিয় খাবার?

কাজী শুভ: মায়ের হাতের ভুনা খিচুড়ি। ছোটবেলা থেকে এই খাবার আমার পছন্দ। আর অপছন্দের খাবারের মধ্যে আছে বোরহানি ও দুধ-চা।

মা: কোরমা ও পোলাও আমার খুব পছন্দ। মিষ্টিজাতীয় খাবার খেতে ভালো লাগে।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে?

কাজী শুভ: কেয়ামত থেকে কেয়ামত ছবিটি যতবারই দেখি ততবারই ভালো লাগে।

মা: বেদের মেয়ে জোছনা অসংখ্যবার দেখেছি। এখনো দেখলে ভালো লাগে।

৪. প্রিয় অভিনয়শিল্পী...

কাজী শুভ: রাজ্জাক, কবরী, সালমান শাহ ও শাবনূর পছন্দের অভিনয়শিল্পী।

মা: কবরী, রাজ্জাক ও

ইলিয়াস কাঞ্চন।

৫. প্রিয় সংগীতশিল্পী...

কাজী শুভ: একদম ছোটবেলা থেকে এন্ড্রু কিশোর আর সৈয়দ আবদুল হাদীর গান শুনি। আর ভারতের উদিত নারায়ণ আর কুমার শানুর গান ভালো লাগে।

মা: ছেলের গান তো ভালো লাগে। নীনা হামিদের কণ্ঠে লোকগান সবচেয়ে বেশি পছন্দ।

৬. প্রিয় রং?

কাজী শুভ: যেকোনো গাঢ় রং আমার পছন্দ।

মা: সোনালি রং আমার বেশি পছন্দ।

৭. কোথায় ঘুরতে ভালো লাগে?

কাজী শুভ: গানের কারণে দেশে আর দেশের বাইরে গেলেও গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী ঘুরতে বেশি ভালো লাগে।

মা: গৌরনদীতে বেড়াতে ভালো লাগে।

সাক্ষাৎকার: মনজুর কাদের