রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রুয়েটে বৈশাখী হাওয়া

মঞ্চে রুয়েটের শিক্ষার্থীদের পরিবেশনা
মঞ্চে রুয়েটের শিক্ষার্থীদের পরিবেশনা

রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পয়লা বৈশাখ আয়োজন করেছিল অনুরণন-রুয়েট সাংস্কৃতিক সংঘ। বিশেষ এই আয়োজন চলেছে সারা দিনব্যাপী। রাজশাহী শহরের হাজারো মানুষ এতে অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রা, গম্ভীরা, গান, নাচ, মূকাভিনয়, ব্যান্ড শো, আলপনা, বিশেষ গেম শো, ছবির প্রদর্শনী—সব মিলিয়ে পুরোটা দিন প্রাণবন্ত ছিল রুয়েট ক্যাম্পাস। ছিল বিশেষ পথচিত্র অঙ্কনের আয়োজনও।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. রফিকুল আলম বেগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক জনাব এন এইচ এম কামরুজ্জামান সরকার। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে উৎসবে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অনুরণনের উপদেষ্টা রুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক সিদ্ধার্থ শংকর সাহা।
দারুণ সব আলোকচিত্রের মাধ্যমে অনুরণনের সঙ্গে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ফটোগ্রাফিক সোসাইটি অব রুয়েট। অনুরণনের সভাপতি ত্বাসীন মীম বলেন, ‘ক্যাম্পাসে এটি আমাদের শেষ বছর। অনেক সুন্দর একটি দিন পার হলো। পয়লা বৈশাখ উদ্যাপন এবং বাঙালি সংস্কৃতি ধরে রাখার এই প্রয়াস সামনেও চলবে বলে আশা করি। সব কর্মীর অক্লান্ত পরিশ্রমেই আমরা এই দিনটা পেয়েছি।’