পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা এবার শরতের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেখুন ৭ ছবি

হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অবস্থান ভারত ও নেপালে। প্রতিবেশী দেশে অবস্থান হলেও অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকেই দেখা যায় এই শৃঙ্গ। সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। বরফে ঢাকা শৃঙ্গ ভোরের সোনালি আলোয় ঝলমল করে। আকাশ মেঘমুক্ত থাকলে দিনের অন্য সময়েও দেখা যায়। তবে এবার যেন আগেভাগেই দর্শন দিল কাঞ্চনজঙ্ঘা। ২ সেপ্টেম্বর বিকেলে আকাশ ছিল পরিষ্কার। বিকেলের কনে দেখা নরম আলোয় স্বরূপে আত্মপ্রকাশ করে কাঞ্চনজঙ্ঘাও। তেঁতুলিয়ায় নিজেদের বাড়ির কাছের খোলা মাঠ থেকেই ক্যামেরাবন্দী করেছেন তরুণ আলোকচিত্রী শামীম ইসলাম

সবুজ ধানখেত ছাপিয়ে দৃষ্টি কাড়ল দূরের কাঞ্চনজঙ্ঘা
ছবি: শামীম ইসলাম
দূরের কাঞ্চনজঙ্ঘা পেছনে রেখে ভেরসা নদীর পাড় ধরে হেঁটে আসছেন একজন
তেঁতুলিয়ার ভজনপুর থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা
বিকেলের আলোয় কাঞ্চনজঙ্ঘা
এবার যেন আগেভাগেই দর্শন দিল কাঞ্চনজঙ্ঘা
শরতের মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
সূর্য ডোবার মুহূর্তের অপূর্ব কাঞ্চনজঙ্ঘা