ক্যাটরিনার মেহেদির সাজের সাতকাহন

শেষ থেকে শুরু করলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের ছবি, গায়েহলুদের ছবির পর ভাইরাল হলো মেহেদির অনুষ্ঠানে তোলা ছবি। জেনে নেওয়া যাক, ক্যাটরিনার মেহেদির সাজের আদ্যোপান্ত।
মেহেদির অনুষ্ঠানে ক্যাটরিনা পরেছিলেন কাঁচা হলুদ, সবুজ, খয়েরিসহ নানা রঙের মিশেলে রঙিন মটকা-সিল্কের লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মেহেদির অনুষ্ঠানে ক্যাটরিনা পরেছিলেন কাঁচা হলুদ, সবুজ, খয়েরিসহ নানা রঙের মিশেলে রঙিন মটকা-সিল্কের লেহেঙ্গা। এই লেহেঙ্গার ব্লাউজে ছিল প্যাচওয়ার্কের কাজ। আর ওড়নায় ছিল এমব্রয়ডারির কাজ। এই লেহেঙ্গার ডিজাইনে নিপুণভাবে তুলে ধরা হয়েছে শত বছরের রূপকথা আর যাযাবর সংস্কৃতির নানা নকশা। ওড়নার বর্ডারে ছিল হাতের কাজ, পীতরঙা সিকুইন আর ভারী এমব্রয়ডারি। সঙ্গে ছিল ‘নবরত্ন’ থিমের ‘আনকাট’ হিরার গয়না। নানা রকম রত্নখচিত ও ১৮ ক্যারেট সোনার এই গয়নাগুলো নেওয়া হয়েছে ‘সব্যসাচী হেরিটেজ জুয়েলারি’ থেকে।

ভিকির সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে মেহেদিতে হাত সাজিয়েছেন ক্যাটরিনা

ক্যাটরিনার মেহেদির নকশা ছিল একদম রাজস্থানি। আর এরই এক ফাঁকে লিখে ফেলা হয়েছে বর ভিকি কৌশলের নাম। ভিকির বিয়ের সাজ ছিল রাজস্থানের রাজা-মহারাজাদের মতো। তার সঙ্গে সামঞ্জস্য রেখে মেহেদিতে হাত সাজিয়েছেন ক্যাটরিনা। রাসায়নিকবিহীন এই মেহেদি তৈরির দায়িত্ব পড়েছিল রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীদের ওপর। যে প্রতিষ্ঠান থেকে এই মেহেদি সরবরাহ করা হয়েছিল, তারা এটি উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। কোনো টাকা নিতে চাননি। তবু ক্যাটরিনাদের পক্ষ থেকে ১ লাখ রুপি বা ১ লাখ ১৩ হাজার টাকা দেওয়া হয়। আর পাঠানো হয় ধন্যবাদসূচক বিশেষ কার্ড।

মেহেদির ডিজাইনে লুকিয়ে রাখা ভিকি কৌশলের নাম

মেহেদিতে বর ভিকি কৌশল পরেছিলেন এমব্রয়ডারি করা সিল্কের কোর্তা, পাঞ্জাবি আর সালোয়ার। কোর্তার রং আর এর ওপরের নকশা ছিল ক্যাটরিনার লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করা। মেহেদির এই ছবিগুলো তুলেছেন বিখ্যাত ফ্যাশন ও পোর্ট্রেট ফটোগ্রাফার এরিকস অ্যান্ড্রু।

বিয়ের সমস্ত আয়োজনে ভীষণ হাসি খুশি দেখা গেছে ক্যাটরিনাকে

মেহেদিতে ক্যাটরিনার স্টাইলিস্ট ছিলেন আনিতা শ্রফ আদজানিয়া ও অক্ষয় তিয়াগি। তাঁরা দুজন এ সাজ নিয়ে লিখেছেন, ‘আমরা মূলত রং নিয়ে খেলতে চেয়েছি। আর সেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে ঐতিহ্য আর সংস্কৃতি। ক্যাটরিনার এ সাজে তাঁর হাতের শতবর্ষী পুরোনো অ্যান্টিক বাজু আমাদের সবচেয়ে প্রিয়।’

মেহেদী হাতে নেচেছেন ক্যাটরিনা আর ভিকি

মেকআপ করেছেন ড্যানিয়েল বাউয়ার ও তাঁর দল। কনে কেশসজ্জার দায়িত্ব ছিল অমিত ঠাকুরের। এদিকে ভিকির স্টাইলিস্ট ছিলেন আমানদীপ কৌর। কেশসজ্জা করেছেন সোয়াইব সালমানি, মেকআপ করেছেন অনিল।

মেহেদিতে ক্যাটরিনা