যুক্তরাষ্ট্রে ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী পারসা ইভানার চার মাস, দেখুন ১৬টি ছবি

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী পারসা ইভানা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বাইরে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছিলেন। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, গত এপ্রিল মাসে গিয়েছিলেন মার্কিন মুলুকে, সেখান থেকে কানাডাও। এই চার মাস কী কী করলেন পারসা ইভানা? জানাচ্ছেন সুরাইয়া সরওয়ার

বেড়াতে ভালোবাসেন পারসা ইভানা। গত এপ্রিলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আজ ২১ আগস্ট প্রায় চার মাসের ভ্রমণ শেষে দেশে ফিরলেন।
ছবি: ফেসবুক থেকে
এই কয়েক মাসে পারসা ঘুরেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউইয়র্কসহ বিভিন্ন জায়গা, ঢুঁ মেরে এসেছেন কানাডা থেকেও।
যুক্তরাষ্ট্রে কেবল ঘোরাঘুরিই নয়, দ্য ফ্রিম্যান স্টুডিওতে অভিনয়ের কোর্সও করেছেন।
পাশাপাশি স্টেপস অন ব্রডওয়েতে করেছেন নাচের কোর্স।
নিউইয়র্কের ম্যানহাটানের দ্য ফ্রিম্যান স্টুডিওতে সহপাঠীদের সঙ্গে পারসা।
ছোটবেলা থেকে কেনাকাটা করতে পছন্দ করেন পারসা।
যখন যেখানে বেড়াতে যান, সেখান থেকেই পোশাক কেনেন।
মাঝেমধ্যে নিজে নকশা করেও পোশাক বানান। লাল গাউনটি যেমন তাঁর নিজের নকশা করা।
নিউইয়র্কে মায়ের বাসায় থেকেছেন এই অভিনেত্রী।
মায়ের সঙ্গে মিলিয়ে পরেছেন ‘এইচঅ্যান্ডএম’-এর এই পোশাক।
শাড়িটি নিয়েছেন ‘বুনন ইউএসএ’ থেকে।
‘আনন্দমেলা লস অ্যাঞ্জেলেস ২০২৫’–এ পারসা পেয়েছেন সেরা অভিনেত্রী ও নৃত্যশিল্পীর পুরস্কার।
কানাডার ওল্ড পোর্ট অব মন্ট্রিয়লে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তোলা এই ছবি শেয়ার করে পারসা লিখেছেন, ‘ওয়্যারিং কালারস লাউডার দ্যান ইয়োর অপিনিয়ন।’
দেশে ফেরার সময় বিদায়বেলায় মায়ের সঙ্গে।
আপাতত হাতে কোনো কাজ নেই পারসার, তবে ভালো কাজ পেলে করতে চান সানন্দে।