নকশার ফটোশুটে তানজিয়া জামান মিথিলা, দেখুন ৮টি ছবি

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে থাইল্যান্ডে আছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ তানজিয়া জামান মিথিলা। বিভিন্ন সময়ে নকশার ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। দেখুন সেই ছবিগুলো।

চুমকির কাজের পোশাক পরেছেন মিথিলা, নাকের নথটি সাজে এনেছে ভিন্নতা।
তানজিয়া জামান মিথিলা
ছবিগুলো শীতের সময় তোলা হয়েছে। পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে ওম নিতে মিথিলা পরেছেন পশমের জ্যাকেট।
মিষ্টি কনে সাজে মিথিলা।
মসলিন শাড়িতে মিথিলা।
‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ মিথিলা।
মিথিলার ‘ভেজা চুল’ স্টাইল।
এই শুটে বিয়ের কনে সেজেছিলেন মিথিলা, সঙ্গে পরেছিলেন হাতে আঁকা কেডস।
শাড়ির সঙ্গেও মিথিলা পরেছিলেন কেডস, অনায়াসে তা মানিয়ে যায় তাঁকে।